শিরোপা আনন্দে মৃত্যু, কোহলি মুখ খুললেন

শিরোপা আনন্দে মৃত্যু, কোহলি মুখ খুললেন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৯ ৪ সেপ্টেম্বর ২০২৫

আইপিএলের প্রথম শিরোপা জয়ের আনন্দ মুহূর্তই পরিণত হয়েছিল ভয়াবহ ট্র্যাজেডিতে। গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) শিরোপা উদ্‌যাপনের সময় চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে প্রাণ হারান ১১ জন সমর্থক, আহত হন আরও অন্তত ৭৫ জন। এ ঘটনায় ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে অনুমতি ছাড়া সমাবেশ আয়োজন এবং অতিরিক্ত ভিড় তৈরি করার অভিযোগ তোলে কর্ণাটক রাজ্য সরকার।

সেদিন ভিড় বাড়ানোর অন্যতম কারণ ছিল দলের সেরা তারকা বিরাট কোহলির ভিডিও বার্তা। আরসিবির সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই আহ্বানে হাজারো সমর্থক স্টেডিয়ামে ছুটে আসেন। কিন্তু সেই আনন্দ মুহূর্তই অশ্রুময় হয়ে যায় পদদলনের মর্মান্তিক ঘটনায়।

এতদিন নীরব থাকার পর অবশেষে মুখ খুললেন কোহলি। বেঙ্গালুরুর ওয়েবসাইটে দেওয়া আবেগঘন বার্তায় তিনি লিখেছেন—
“জীবনে কোনো কিছুই ৪ জুনের মতো হৃদয়বিদারক ঘটনার মুখোমুখি হতে আমাদের প্রস্তুত করতে পারে না। যে মুহূর্তটা আমাদের দলের ইতিহাসে সবচেয়ে আনন্দের হওয়ার কথা ছিল, সেটি ভয়াবহ ট্র্যাজেডিতে পরিণত হয়েছে। যাঁরা আমাদের ছেড়ে গেছেন, তাঁদের পরিবার এবং আহত ভক্তদের জন্য আমি প্রার্থনা করছি। এই অপূরণীয় ক্ষতি এখন আমাদের গল্পের অংশ।”

আরসিবির অধিনায়ক রজত পাতিদারও ভক্তদের প্রতি শোকবার্তা জানিয়েছেন। তিনি বলেন—
“প্রতিবার যখন বেঙ্গালুরুর হয়ে মাঠে নামি, সেই আবেগ আসে আপনাদের ভালোবাসা ও সমর্থন থেকে। এই কঠিন সময়ে আমরাও আপনাদের পাশে আছি। আপনারা সবাই আমার চিন্তা ও প্রার্থনায় আছেন।”

দুর্ঘটনার পর সম্প্রতি আরসিবি নিহত সমর্থকদের পরিবারকে ২৫ লাখ রুপি করে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে। পাশাপাশি ভবিষ্যতে যেন এমন ট্র্যাজেডি আর না ঘটে, সে জন্য ছয় দফা পরিকল্পনাও প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। নিহতদের স্মরণে বেঙ্গালুরু শহরে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণেরও পরিকল্পনা করেছে তারা।

এভাবেই ইতিহাসের প্রথম শিরোপা জয়ের উচ্ছ্বাস চিরতরে দাগ কেটে দিলো বেঙ্গালুরু ক্রিকেট ইতিহাসে।

বিজ্ঞাপন