মঙ্গলবার , ২৯ জুলাই, ২০২৫ | ১৪ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৬:২৭ ২৯ জুলাই ২০২৫
জাতীয় দল থেকে অবসর নেওয়ার পরও ঘরোয়া ক্রিকেটে সক্রিয় ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তবে চলতি বছরের মার্চ মাসে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) চলাকালে হঠাৎ হার্ট অ্যাটাকের শিকার হন দেশসেরা এই ওপেনার। সেই থেকে মাঠের বাইরে আছেন তিনি। ধারণা করা হচ্ছিল, দীর্ঘ সময় মাঠে ফেরা সম্ভব হবে না তার পক্ষে।
তবে এবার আশার কথা শোনালেন তামিম নিজেই। সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তামিম জানিয়েছেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগেই ব্যাট হাতে ফিরতে চান তিনি। তিনি বলেন,“বিপিএল খেলার চেষ্টা করব। আমি প্রস্তুতি শুরু করেছি। জিমে কাজ করছি। ব্যাটিং শুরু করতে কিছুটা সময় লাগবে। তবে চেষ্টা থাকবে বিপিএলের আগেই মাঠে ফেরার।”
তামিম আরও জানান, বিপিএলের আগেই যে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়াবে, সেখানেও অংশ নেওয়ার ইচ্ছা রয়েছে তার। যদিও পুরো টুর্নামেন্ট খেলবেন না, তবে ২–৩টি ম্যাচে মাঠে নামার সম্ভাবনা রয়েছে। “সুযোগ আছে খেলার (এনসিএলে)। পুরোটা না খেললেও ২-৩টা ম্যাচ হয়তো খেলব।” — বলেন তামিম।
সম্প্রতি আন্তর্জাতিক ম্যাচে ধারাভাষ্যকার হিসেবেও দেখা গেছে তাকে। তবে এই পেশায় স্থায়ী হওয়ার পরিকল্পনা এখনো করেননি তিনি। “এটা নিয়ে খুব বেশি চিন্তা করিনি। সামনে হয়তো ধারাভাষ্য করতে পারি। তবে আমার কাছে যদি মনে হয় এটা পেশা হতে পারে তাহলে অবশ্যই।” — বলেন তামিম।
তামিম আরও বলেন,“আমি আগেও বলেছি, এখনও বলছি, ধারাভাষ্য করা সহজ না। প্রথমবার শুনে অনেকের ভালো লাগতে পারে, কিন্তু বারবার শুনে ভালো লাগবে না যদি ঠিকভাবে না করা হয়। পেশা হিসেবে নিলে অনেক সিরিয়াসলি নিতে হবে।”
দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাওয়া তামিম ইকবালের মাঠে ফেরার বার্তা তার ভক্তদের মাঝে নতুন করে আশার আলো জাগিয়েছে।
বিজ্ঞাপন