শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৩:২৫ ২৭ মে ২০২৪
টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। আগামী ১ জুন ওয়ার্ম-আপ ম্যাচে মাঠে নামবে এশিয়ার এই দুই দেশ। এই ম্যাচে খেলার সম্ভাবনা নেই ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির। বিশ্রামের জন্য ছুটি বাড়িয়ে নিয়েছেন তিনি।
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে আগামী ৩০ মে ভারত ছাড়ার কথা রয়েছে কোহলির। এমনটাই জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা। তিনি বলেন, ‘কোহলি আগেই আমাদের জানিয়ে রেখেছিল যে, তিনি দলের সঙ্গে দেরিতে যোগ দিবেন। বিসিসিআই তার ভিসা অ্যাপয়েন্টমেন্ট দেরিতে রেখেছে। তিনি ৩০ মে সকালে নিউ ইয়র্কের উদ্দেশ্যে দেশ ছাড়বেন। বিসিসিআই তার দেরিতে যাওয়ার অনুরোধটি রেখেছে।’
বিশ্বকাপে অংশ নিতে ধাপে ধাপে যুক্তরাষ্ট্র যাবে ভারতীয় দল। গতকাল প্রথম ধাপে ভারতের বেশ কিছু খেলোয়াড় রওনা দিয়েছে। কোচ রাহুল দ্রাবিড়, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ও অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে আরও কয়েকজন ক্রিকেটার রওনা দিয়েছেন।
বিজ্ঞাপন