অ্যাটলেটিকোর বিতর্কিত পেনাল্টিতে ড্র মাদ্রিদ ডার্বি!

অ্যাটলেটিকোর বিতর্কিত পেনাল্টিতে ড্র মাদ্রিদ ডার্বি!

ছবি : সংগৃহীত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৫:০৫ ৯ ফেব্রুয়ারী ২০২৫

কিলিয়ান এমবাপ্পের গোলে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ১-১ সমতা নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। এই ডার্বিতে পয়েন্ট ভাগাভাগি করলেও টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে কার্লো আনচেলত্তির দল। ম্যাচের প্রথমার্ধে বিতর্কিত এক পেনাল্টি থেকে গোল করেন অ্যাটলেটিকো মাদ্রিদের জুলিয়ান আলভারেজ। তবে বিরতির পরপরই এমবাপ্পে রিয়াল মাদ্রিদের হয়ে সমতায় ফেরেন।

এ ড্রয়ে রিয়াল মাদ্রিদ ২৪ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে, এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো। আজ (৯ ফেব্রুয়ারি) সেভিয়ার বিপক্ষে জিতলে তৃতীয়স্থানে থাকা বার্সেলোনা শীর্ষ দুই দলের কাছাকাছি চলে আসবে।

এদিন প্রথমবারের মতো ডার্বিতে মাঠে নামেন এমবাপ্পে। রিয়াল কোচ ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম ও রদ্রিগোকে একসঙ্গে মাঠে নামানোর সিদ্ধান্ত নেন। প্রথমার্ধে রক্ষণাত্মক কৌশলের কারণে খেলাটা কিছুটা মন্থর হলেও ভিনিসিয়ুস একটি সুযোগ পেয়েছিলেন, তবে তার শট লক্ষ্যভ্রষ্ট হয়।

ম্যাচের ৩৫তম মিনিটে অ্যাটলেটিকোর পেনাল্টি বিতর্ক সৃষ্টি করে। রিয়ালের চুয়ামেনি পেনাল্টি বক্সে লিনোর পায়ে ফাউল করলে রেফারি ভিএআর পর্যালোচনা করে স্পট কিকের সিদ্ধান্ত দেন। আলভারেজ পেনাল্টি থেকে গোল করেন, অ্যাটলেটিকোকে এগিয়ে দেন।

তবে দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদ সমতায় ফিরে আসে। রদ্রিগোর ক্রসে বেলিংহামের শট প্রতিহত হয়ে ফেরত বল থেকে গোল করেন এমবাপ্পে। এরপর রিয়াল মাদ্রিদ একাধিক সুযোগ পায়, তবে বেলিংহামের হেড ক্রসবারে লেগে ফিরে আসে, এবং আরেকটি শট গোলরক্ষক ইয়ান ওবলাক রুখে দেন। শেষ পর্যন্ত, এমবাপ্পের শটও রুখে দেন ওবলাক।

অতএব, এই উত্তেজনাপূর্ণ ডার্বি ১-১ সমতায় শেষ হয়, এবং পয়েন্ট ভাগাভাগি হয়।

 

 

 

বিজ্ঞাপন