চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণায় কোনো তাড়া নেই!

চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণায় কোনো তাড়া নেই!

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:০৬ ২২ জানুয়ারী ২০২৫

১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে শুরু হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৮টি দল এরই মধ্যে প্রাথমিক দল ঘোষণা করেছে। তবে চূড়ান্ত দল ঘোষণার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ ফেব্রুয়ারি।

এ প্রসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একজন কর্মকর্তা জানান, চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণায় এখনই কোনো তাড়াহুড়া নেই। কারণ চূড়ান্ত দল জমা দেওয়ার সময়সীমা এখনও বাকি।

তিনি আরও জানান, মুলতানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের পরই দল চূড়ান্ত করা হবে। বিশেষ করে সায়েম আইয়ুবের ইনজুরির বিষয়ে নিশ্চিত হওয়ার পরই নির্বাচকরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

 

বিজ্ঞাপন