পিএসএল খেলবেন নাহিদ রানা-লিটন-রিশাদ !

পিএসএল খেলবেন নাহিদ রানা-লিটন-রিশাদ !

ছবি : সংগৃহীত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:৪৭ ১৩ জানুয়ারী ২০২৫

বল হাতে দারুণ সময় পার করছেন নাহিদ রানা। আন্তর্জাতিক থেকে ঘরোয়া, সবখানেই তার গতির ঝড়ে পুড়ছে ব্যাটাররা। সাফল্যের চূড়া বেয়ে এবার প্রথমবারের মতো বিদেশী ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলবেন এই পেসার। পাকিস্তান সুপার লীগের (পিএসএল) দল পেশোয়ার জালমি দলে ভিড়িয়েছে রানাকে। বাবর আজমের অধিনায়কত্বে খেলবেন বাংলাদেশের এই দ্রুতগতির পেসার।

এছাড়া, লিটন কুমার দাসকে দলে ভিড়িয়েছে করাচি কিংস আর রিশাদ হোসেন খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে।

পিএসএল ড্রাফটের রাউন্ড ওয়ানে ‘গোল্ড’ ক্যাটাগরিতে নাহিদকে দলে টেনেছে পেশোয়ার জালমি। লাহোরের হুজুরি বাগে অনুষ্ঠিত ড্রাফটে পাকিস্তানি অলরাউন্ডার হুসেইন তালাত ও নাহিদ রানাকে নিয়ে গোল্ড ক্যাটাগরি শেষ করে পেশোয়ার জালমি।

 

 

 

বিজ্ঞাপন