রবিবার , ০৫ জানুয়ারি, ২০২৫ | ২২ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি : সংগৃহীত
প্রকাশিত: ০৮:২৯ ২৯ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এই মৌসুমে চমক দিয়েছে চিটাগং কিংস। দলটি তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে শহীদ আফ্রিদিকে নিয়োগ দিয়েছে।
আগামীকাল সোমবার বিপিএলের পর্দা উঠছে। এই উপলক্ষে আজ রবিবার ঢাকায় পা রাখলেন আফ্রিদি। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এমনটা নিশ্চিত করেছে কিংস ফ্র্যাঞ্চাইজি। এক ভিডিও বার্তায় বাংলা ভাষায় আফ্রিদি বলেন, ‘আমি বাংলাদেশে চলে এসেছি’।
আফ্রিদি বিপিএলের প্রথম আসরে ঢাকা গ্লাডিয়েটর্সের হয়ে খেলেছেন। এরপর সিলেট সুপার স্টার্স, রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং ঢাকা প্লাটুনের হয়ে খেলেছেন। সব মিলিয়ে ৪৫ ম্যাচের ৩৫ ইনিংসে ব্যাটিং করে ৫৩৯ রান করেছেন পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার। এছাড়া বল হাতে আফ্রিদি শিকার করেছেন ৫৭ উইকেট।
এর আগে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কুমিল্লা, ঢাকা গ্লাডিয়েটর্স ও ঢাকায় ডায়নামাইটসের হয়ে শিরোপাও জিতেছেন আফ্রিদি। তিনি সবশেষ ২০১৯-২০ মৌসুমে বিপিএলে খেলেছিলেন।
আর এবারই প্রথম বিপিএলে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেখা যাবে পাকিস্তানের সাবেক অধিনায়ককে। ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পাশাপাশি মেন্টর হিসেবেও তিনি কাজ করবেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন