শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৭:৩২ ১৭ ডিসেম্বর ২০২৪
সাউদির বিদায়টা বড় জয় দিয়ে রাঙালো নিউজিল্যান্ড। আজ মঙ্গলবার হ্যামিল্টন টেস্টের চতুর্থ দিনেই ৪২৩ রানের বিশাল জয় পায় তারা।
প্রথম ইনিংসে নিউজিল্যান্ড করে ৩৪৭ রান। জবাবে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে অলআউট হয় ১৪৩ রানে। ২০৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কিউইরা করে ৪৫৩ রান। তাতে ইংল্যান্ডের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৬৫৮ রান।
কিন্তু রান তাড়া করতে নেমে ৬ ওভারেই ২ উইকেট হারিয়ে ১৮ রান তুলে তৃতীয় দিন শেষ করে ইংল্যান্ড। আর বাকি ৮ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহে ২১৬ রান যোগ করতে পারে। তাতে ৪৭.২ ওভারে ইংলিশরা অলআউট হয় ২৩৪ রানে। আর ব্ল্যাক ক্যাপসরা জয় পায় ৪২৩ রানের বিশাল ব্যবধানে।ক্যারিয়ারের শেষ টেস্টে বল হাতে ২টি উইকেট নেন সাউদিি এবং ২টি উইকেট নেন ম্যাট হেনরিও। আর ৪টি উইকেট নিয়ে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দেন মিচেল স্যান্টনার।
প্রথম ইনিংসে ৭৬ রানে ৩ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৪৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন নিউজিল্যান্ডের স্যান্টনার। আর ৩৫০ রান করে সিরিজ সেরা হন ইংল্যান্ডের হ্যারি ব্রুক।
বিজ্ঞাপন