শুক্রবার , ০৩ জানুয়ারি, ২০২৫ | ১৯ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৭:৫৮ ৮ ডিসেম্বর ২০২৪
অ্যাডিলেইডে পার্থ টেস্টের ব্যর্থতা ভুলে খুব একটা অসুবিধা হয়নি অস্ট্রেলিয়ার। ১০ উইকেটের দাপুটে জয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে স্বাগতিকরা। ১৯ রানের লক্ষ্য পেরোতে কেবল প্রয়োজন ২০ বল । এর আগে প্যাট কামিন্সের তোপে দ্বিতীয় ইনিংসে ১৭৫ রানেই গুটিয়ে যায় ভারত।
ভারত দিন শুরু করেছিল দ্বিতীয় ইনিংসে ২৯ রানে পিছিয়ে থেকে। হাতে ছিল পাঁচ উইকেট। মিচেল স্টার্কের দুর্দান্ত ডেলিভারিতে ঋষভ পন্ত (২৮) স্লিপে ক্যাচ তুলে বিদায় নেন। এরপর কামিন্সের শর্ট বলের তাণ্ডবের মুখে পড়ে ভারতীয় লোয়ার অর্ডার।
প্রথম ইনিংসের মতো এবার নীতিশ রেড্ডি চেষ্টা চালিয়ে যান প্রতিরোধের। তবে শেষ পর্যন্ত কামিন্সের শর্ট বলের শিকার হন তিনি। ৪৭ বলে ৬ চারে সর্বোচ্চ ৪২ রান করেন তিনি। ৫৭ রান খরচে কামিন্স দেখা পান ১২তম ফাইফারের। এছাড়া স্কট বোল্যান্ড ৩ ও মিচেল স্টার্ক দুটি উইকেট নেন।
মাত্র ১৯ রানের লক্ষ্য সহজেই অতিক্রম করে টেস্টে নিজেদের আধিপত্য বজায় রাখে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে বিধ্বংসী সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছেন ট্রাভিস হেড।
বিজ্ঞাপন