রবিবার , ২২ ডিসেম্বর, ২০২৪ | ৮ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৭:৫২ ৭ ডিসেম্বর ২০২৪
গেল মাসে ব্রাজিলের জার্সি গায়ে জড়িয়ে নামতে পারেননি ভিনিসিয়ুস জুনিয়র। তবে এক মাসের বিরতির পর তিনি আবারও ফিরেছেন জাতীয় দলে। এদিকে নেইমার চোট কাটিয়ে মাঠে ফিরলেও তাকে দলে নেননি কোচ দরিভাল জুনিয়র।
গত শুক্রবার ঘোষনা হওয়ার দলে চোট কাটিয়ে ভিনিসিয়ুস ফিরেছেন। তিনি গেল আন্তর্জাতিক উইন্ডোতে ‘চোটের’ কারণে দলে ছিলেন না। যদিও উইন্ডোর ঠিক আগের ও পরের দুই ম্যাচে রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নেমেছিলেন তিনি।
এই দলে নেইমারকে রাখা হয়নি। চোট কাটিয়ে তিনি গেল সপ্তাহে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মাঠে ফিরেছেন। আর সে ম্যাচে আল হিলাল ৫-৪ গোলে আল আইনকে হারায়।তবে নেইমারকে নিয়ে আরও অপেক্ষা করতে চায় ব্রাজিল। তাকে পুরোপুরি ছন্দে ফিরিয়ে তবেই দলে নিতে চান কোচ দরিভাল।
এদিকে নেইমার বাদেও শিরোনামে এসেছে আরেক জনের বাদ পড়া। শেষ দুইবারের ঘোষিত দলে থাকা এনড্রিক দল থেকে বাদ পড়েছেন। রিয়াল মাদ্রিদের হয়ে চলতি মৌসুমে ৯ ম্যাচে করেছেন ২ গোল। অফ ফর্মের কারণে তাকে দলে রাখা হয়নি নেইমারকে।
ব্রাজিল বর্তমানে আছে কনমেবল বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে। তাদের পয়েন্ট ১৬, শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে আছেন রাফিনিয়ারা। আগামী ১৪ নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে সেলেসাওরা। এর ৫ দিন পর উরুগুয়েকে আতিথ্য দেবে দলটা।
স্কোয়াড–
গোলরক্ষক: বেন্তো, এডারসন, ওয়েভারটন
ডিফেন্ডার: দানিলো, ভেন্ডারসন, গিলের্মে আরানইয়া, অ্যাবনার, এডার মিলিতাও, গ্যাব্রিয়েল মাগালেস, মারকিনিয়োস, মুরিলো
মিডফিল্ডার: আন্দ্রে, আন্দ্রেয়াস পেরেইরা, ব্রুনো গিমারেশ, গেরসন, লুকাস পাকেতা, রাফিনিয়া
ফরোয়ার্ড: এস্তেভাও, রদ্রিগো গোয়েজ, ভিনিসিয়ুস জুনিয়র, লুইজ হেনরিক, ইগর জেসুস, সাভিও
বিজ্ঞাপন