অতিরিক্ত সময়ের গোলে জয় খোয়ালো বাংলাদেশ

অতিরিক্ত সময়ের গোলে জয় খোয়ালো বাংলাদেশ

দুবার লিড পেয়েও ড্রয়ে সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে। ছবি: বাফুফে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:৩৯ ২৩ সেপ্টেম্বর ২০২৪

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৫ বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে যোগ করা সময়ে গোল হজম করে জয় খোয়ালো মারুফের শিষ্যরা। সোমবার (২৩ সেপ্টেম্বর) গুয়ামের বিপক্ষে ২-২ গোলের সমতা নিয়ে মাঠ ছেড়েছে মিরাজরা।

আসাদুলের ভুলে লিড হারানোর পর নির্ধারিত সময় শেষ হওয়ার এক মিনিট আগে মইনুল ইসলামের গোল। তাতে গুয়ামের বিপক্ষে জয় এক প্রকার নিশ্চিত হয়েই গিয়েছিল বাংলাদেশের। তবে গোলরক্ষক মাহিনের ব্যর্থতায় মুখে হাসি নিয়ে মাঠ ছাড়তে পারেনি লাল সবুজরা।

ভিয়েতনামে এদিন একের পর এক আক্রমণে আধিপত্য দেখিয়ে ম্যাচের ষষ্ঠ মিনিটেই লিড নিয়ে নেয় বাংলাদেশ। ডান প্রান্ত থেকে রাজুর পাস গোলমুখে পেয়ে জালে জড়ান মিরাজ। এরপর অবশ্য দুদলের অগোছালো আক্রমণে ৭৫ মিনিট পর্যন্ত কেউ জালের দেখা পায়নি। ৭৫তম মিনিটে ভুলের খেসারত দিয়ে লিড হারায় বাংলাদেশ। প্রতিপক্ষকে ডি-বক্সে আটকাতে গিয়ে ভুলে বলে হাত লাগিয়ে বসেন আসাদুল। সফল স্পটকিকে দলকে এগিয়ে দেন শুনতারো সুজুকি।

এরপর আবার এলেমেলো আক্রমণে ম্যাচ এগোচ্ছিল ড্রয়ের দিকে। ৮৮তম মিনিটে দারুণ এক সুযোগ তৈরি করে বাংলাদেশকে আবার লিডে ফেরান মইন। ডি-বক্সের কাছে প্রতিপক্ষ থেকে বল কেড়ে নিয়ে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে বল জালে জড়ান তিনি। যোগ করা সময়ের ৪ মিনিট পার করতে পারলেই নিশ্চিত হয়ে যেত লাল সবুজদের জয়।

এ ড্রয়ে ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পাঁচ দলের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন চারে। প্রথম ম্যাচে সিরিয়ার বিপক্ষে ৪-০ গোলে হেরেছিল তারা।

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিতে হলে গ্রুপের সেরা দুইয়ে জায়গা করে নিতে হবে মারুফের শিষ্যদের। বাজে হার দিয়ে আসর শুরু করলেও পয়েন্ট টেবিলে উন্নতি করার সুযোগটা এসেছিল দ্বিতীয় ম্যাচেই।

কিন্তু প্রথম মিনিটেই গোল হজম করে বসে মারুফের শিষ্যরা। বাঁ প্রান্ত ধরে বক্সে ঢুকে গোলরক্ষকের মাথার উপর দিয়ে কোনাকুনি শট নেন কার্টিস হারমন। সে শট ফেরাতে ব্যর্থ হন মাহিন। তার হাতের আলতো স্পর্শ লেগে বল জড়ায় জালে। শেষমেশ ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে।

বিজ্ঞাপন