কুষ্টিয়ায় একসঙ্গে ১৮ বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগ

কুষ্টিয়ায় একসঙ্গে ১৮ বিএনপি নেতাকর্মীর জামায়াতে যোগ

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৫:৩৫ ১৩ সেপ্টেম্বর ২০২৫

আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে কুষ্টিয়া জেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার আবদালপুর ইউনিয়নের ১৮ জন বিএনপি নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন বিএনপির সঙ্গে রাজনীতি করলেও বিভিন্ন কারণে দলটির সঙ্গে অনেক নেতাকর্মীর হতাশা দেখা দেয়। অবশেষে আজ তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদানের ঘোষণা দেন।

যোগদান অনুষ্ঠানে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা নতুন নেতাকর্মীদের স্বাগত জানান এবং দলকে শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

দলবদলকারী বিএনপি নেতাকর্মীরা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতের অবস্থান ও কর্মসূচি তাদের কাছে সময়োপযোগী মনে হয়েছে। এ কারণেই তারা বিএনপি ছেড়ে জামায়াতে যোগদান করেছেন।

স্থানীয় রাজনীতিতে এ ঘটনাকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে আবদালপুর ইউনিয়ন ও আশপাশের এলাকায় জামায়াতের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

বিজ্ঞাপন