রবিবার , ৩১ আগস্ট, ২০২৫ | ১৬ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৩:০১ ৩০ আগস্ট ২০২৫
গণঅধিকার পরিষদ সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সোয়া ৬টার পর এ ঘটনা ঘটে।
প্রতক্ষ দর্শীরা জানান, বিজয়নগর থেকে গণঅধিকার পরিষদ এবং পল্টন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীরা মিছিল নিয়ে জাপা কার্যালয়ের সামনে আসলে উত্তেজনা সৃষ্টি হয়। প্রায় ১৫ মিনিট পর গণঅধিকার পরিষদের নেতারা কর্মীদের সরিয়ে নেন। এরপর হঠাৎ কয়েকজন পেছন দিক থেকে এসে জাপা কার্যালয়ে ইটপাটকেল ছোড়েন। পরে তারা ভাঙচুর করে ভেতরে ঢুকে আগুন ধরিয়ে দেন। বাইরে বের করে চেয়ার-টেবিলেও আগুন দেওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করে। পাশাপাশি পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। সন্ধ্যা ৬টা ৪০ মিনিট পর্যন্ত সেখানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করে।
এর আগে বিকেলে গণঅধিকার পরিষদ সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বিজয়নগরে বিক্ষোভ সমাবেশ করেন দলটির নেতা-কর্মীরা। সমাবেশ শেষে তারা পল্টন, প্রেসক্লাব, মৎস্যভবন, কাকরাইল হয়ে বিজয়নগরের দিকে মিছিল বের করেন।
উল্লেখ্য, শুক্রবার (২৯ আগস্ট) রাতে বিজয়নগরে জাপা ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশের লাঠিচার্জে নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহত নুরকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
বিজ্ঞাপন