মঙ্গলবার , ০২ সেপ্টেম্বর, ২০২৫ | ১৮ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৪ ৮ আগস্ট ২০২৫
চট্টগ্রামের পাঁচলাইশ থানার জিইসি মোড় এলাকায় সেপটিক ট্যাংকে লুকিয়েও গ্রেপ্তার হওয়া থেকে রক্ষা পাননি এমইএস কলেজের ছাত্রলীগ নেতা বিজয়। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে তাকে পুলিশ ওই ট্যাংক থেকে বের করে নিয়ে যায়। ঘটনাটি স্থানীয়দের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, সেপটিক ট্যাংকের ভেতরে শরীরের অর্ধেক অংশ ডুবিয়ে লুকিয়ে আছেন বিজয়। একজন পুলিশ সদস্য তাকে বাইরে আসতে আহ্বান করছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ধাওয়া দিলে বিজয় পাশের একটি ভবনের ছাদের সেপটিক ট্যাংকে লুকিয়ে পড়েন। পরে পুলিশ এসে তাকে সেখান থেকে আটক করে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন অবশ্য বলেন, “বিজয় নামে কোনো ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি আমার জানা নেই।” তবে স্থানীয় সূত্রের দাবি, বিজয় ছাত্রলীগের কোনো আনুষ্ঠানিক পদে না থাকলেও এমইএস কলেজে ছাত্রলীগ নেতা পরিচয়ে চলাফেরা করতেন।
বিজ্ঞাপন