কক্সবাজারে গোপন বৈঠকের গুঞ্জন, যা বললেন এনসিপির নেতারা?

কক্সবাজারে গোপন বৈঠকের গুঞ্জন, যা বললেন এনসিপির নেতারা?

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৭:৫৬ ৫ আগস্ট ২০২৫

কক্সবাজারের ইনানী এলাকায় হঠাৎ করে এনসিপির পাঁচ শীর্ষ নেতার আগমন নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন উঠেছে, তাঁরা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে একটি ‘গোপন বৈঠকে’ অংশ নিতে এসেছেন। যদিও এ বিষয়ে হোটেল কর্তৃপক্ষ ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্পষ্টভাবে জানিয়েছেন, এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন।

৫ আগস্ট বেলা ১১টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান এনসিপির নেতারা। তাঁরা হলেন—হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, ডা. তাসনিম জারা, নাসীরুদ্দীন পাটওয়ারী এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ। তাঁদের সঙ্গে ছিলেন সারজিস আলমের স্ত্রী হাফেজা রাইতা। বিমানবন্দর থেকে তাঁরা ভিআইপি লাউঞ্জ ব্যবহার না করে সাধারণ যাত্রীদের পথেই বেরিয়ে যান এবং পরে ইনানীর সি পার্ল বিচ রিসোর্ট (রয়েল টিউলিপ)-এর ৫০০১, ৫০০২ ও ৫০০৩ নম্বর কক্ষে অবস্থান নেন।

স্থানীয় সূত্র জানিয়েছে, হোটেলটির আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এতে অনেকেই মনে করছেন, নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ বৈঠক বা ঘটনা ঘটছে। তবে কক্সবাজারের পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন বলেন, “এনসিপির নেতারা রয়েল টিউলিপে অবস্থান করছেন, তবে এখানে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস নেই। হোটেলে মাত্র তিনজন বিদেশি রয়েছেন এবং তাঁরা সবাই চীনা নাগরিক।”

বিষয়টি নিয়ে হোটেলের চিফ সিকিউরিটি অফিসার কামরুজ্জামানও নিশ্চিত করেন, “আমাদের হোটেলে আজ কোনো বিদেশি অতিথি নেই। পিটার হাসের উপস্থিতির খবর পুরোপুরি গুজব।”

এদিকে এই গুঞ্জনের প্রেক্ষিতে ইনানী এলাকায় রয়েল টিউলিপ হোটেলের সামনে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা। উখিয়া উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সেলিম সিরাজীর নেতৃত্বে আয়োজিত এ বিক্ষোভে অভিযোগ করা হয়, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এবং যারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না, তারা এখন বিদেশি শক্তিকে সাথে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত।

তবে এনসিপির নেতারা পুরো বিষয়টি প্রত্যাখ্যান করে এটিকে ‘ভিত্তিহীন গুজব’ বলে দাবি করেছেন। মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা কক্সবাজারে ব্যক্তিগত সফরে এসেছি, ঘুরতে এসেছি। সংবাদমাধ্যমে যেসব তথ্য ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।” এনসিপির যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহও বলেন, “পিটার হাসের সঙ্গে আমাদের কোথাও কোনো বৈঠক হয়নি। এটি আমাদের একান্ত ব্যক্তিগত ভ্রমণ।”

সামগ্রিকভাবে বিষয়টি রাজনৈতিক প্রেক্ষাপটে আলোড়ন তুললেও প্রশাসনের ব্যাখ্যা এবং এনসিপি নেতাদের বক্তব্য অনুযায়ী এটি একটি ব্যক্তিগত সফর ছাড়া আর কিছু নয়। তবে এমন সফর এবং সংশ্লিষ্ট গুজব রাজনৈতিক পরিস্থিতির উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।

বিজ্ঞাপন