রাজধানীতে জাগপার মশাল মিছিল, ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

রাজধানীতে জাগপার মশাল মিছিল, ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৬:০৯ ৪ আগস্ট ২০২৫

রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর অঙ্গ সংগঠন যুব জাগপা। রবিবার (৩ আগস্ট) সন্ধ্যায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি অনুষ্ঠিত হয় ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচিকে সফল করার লক্ষ্যে।

মশাল মিছিল-পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে আয়োজক সংগঠনের সভাপতি নজরুল ইসলাম বাবলু বলেন, "ভারতের রাষ্ট্রীয় আশ্রয়স্থল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে।" তিনি আগামী ৬ আগস্ট ঘোষিত ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করতে যুব সমাজকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

নজরুল ইসলাম আরও বলেন, “এই দেশের যুব সমাজ জানতে চায়—জুলাই মাসে ছাত্র জনতার ওপর ব্যবহৃত আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের অস্ত্র এখনো উদ্ধার হয়নি কেন? কেন এই সংগঠনগুলোর শীর্ষ নেতারা গ্রেফতার হয়নি?”

মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর জাগপার আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপার সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ার, সহ-সভাপতি মোহাম্মদ আলী ফকির, সহ-প্রচার সম্পাদক আল আমিন শেখ, রুবেল হোসেন, মাহবুব আলম প্রমুখ।

বিজ্ঞাপন