রবিবার , ২৭ জুলাই, ২০২৫ | ১২ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৫:৫৮ ২৭ জুলাই ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০২৪ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে। হিসাব অনুযায়ী, দলটির এ বছরের আয় হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা এবং ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২৩ টাকা। ফলে বর্তমানে বিএনপির ফান্ডে জমা রয়েছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা।
রোববার (২৭ জুলাই) সকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে দলীয় হিসাব জমা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। পরে গণমাধ্যমকে এসব তথ্য জানান তিনি।
রিজভী বলেন, দলের আয়ের উৎস ছিল সদস্যদের মাসিক চাঁদা, বই ও পুস্তক বিক্রি, ব্যাংক সুদ এবং এককালীন অনুদান। ব্যয়ের খাতগুলোর মধ্যে ছিল ব্যক্তিগত সহযোগিতা, দুর্যোগকালীন সহায়তা, কর্মসূচি বাস্তবায়ন, লিফলেট ও পোস্টার ছাপানোসহ অন্যান্য দলীয় কার্যক্রম।
এ সময় নির্বাচন কমিশনকে উদ্দেশ করে রিজভী বলেন, “পূর্ববর্তী কমিশন প্রাতিষ্ঠানিক স্বাধীনতা হারিয়ে ফেলেছিল। তারা নির্বাহী বিভাগের আজ্ঞাবহ ছিল এবং ফ্যাসিবাদের হাতিয়ার হয়ে উঠেছিল। দিনের ভোট রাতে করে যে নির্বাচন বৈধতা দেওয়া হয়েছিল, তা ছিল জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা।”
তিনি আরও বলেন, “আগের নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, চাকরিলোভী ব্যক্তিদের নিয়ে গঠিত হয়েছিল। এমনকি তারা শেখ হাসিনার পদলেহী একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল।”
তবে বর্তমান নির্বাচন কমিশনের প্রতি বিএনপির প্রত্যাশার কথা জানিয়ে রিজভী বলেন, “আমরা চাই কমিশন একটি দায়িত্বশীল, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে তা প্রতিহত করবে এবং একটি আস্থাশীল প্রতিষ্ঠান হিসেবে জনগণের সামনে নিজেদের প্রমাণ করবে।”
বিজ্ঞাপন