পাকিস্তানে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ৩৫০ ছাড়াল

পাকিস্তানে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ৩৫০ ছাড়াল

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৬:১৫ ১৭ আগস্ট ২০২৫

পাকিস্তানে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৫০ ছাড়িয়েছে। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ৩০৭ জন, গিলগিট বালতিস্তানে ৫ জন এবং কাশ্মীরে ৯ জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানের দুর্যোগ মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা এই তথ্য জানিয়েছে। এর আগে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ২২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছিল কর্তৃপক্ষ।

প্রবল বৃষ্টি, বন্যা ও ভূমিধসের কারণে উত্তরাঞ্চলের বহু মানুষ এখনও আটকে আছেন। রাস্তাঘাট বিধ্বস্ত হওয়ায় উদ্ধার তৎপরতা ধীরগতিতে চলছে। হেলিকপ্টার ব্যবহার করে সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তবে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ জন নিহত হয়েছেন। বিধ্বস্ত হেলিকপ্টারটি পাকিস্তানি সামরিক বাহিনীর এবং প্রত্যন্ত এলাকায় সহায়তা পৌঁছে দিতে ব্যবহার করা হচ্ছিল।

পাকিস্তান সরকার উত্তরাঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে। মানসেরা পর্যটন এলাকা থেকে প্রায় ১,৩০০ পর্যটককে সরিয়ে নেওয়া হয়েছে। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বুন, বাজৌর, সুয়াত, শাংলা, মানসেরা ও বাট্টাগ্রাম জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্যোগকবলিত এলাকা ঘোষণা করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর আগামী কয়েক ঘণ্টায় আরও ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পর্কে সতর্ক করেছে।

দক্ষিণ এশিয়ার মোট বার্ষিক বৃষ্টির প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ বর্ষাকালে হয়। বর্ষা কৃষি ও খাদ্য নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হলেও আকস্মিক বন্যা ও ভূমিধস প্রায়ই প্রাণঘাতী হয়ে ওঠে। ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরেও প্রবল বৃষ্টির কারণে বন্যায় অন্তত ৬০ জন নিহত এবং প্রায় ২০০ জন নিখোঁজ রয়েছেন।

বিজ্ঞাপন