চাঁদাবাজ দখলবাজদের বিএনপিতে ঠাঁই নাই: শামা ওবায়েদ

চাঁদাবাজ দখলবাজদের বিএনপিতে ঠাঁই নাই: শামা ওবায়েদ

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৩:১১ ১৬ আগস্ট ২০২৫

কোনো চাঁদাবাজ বা দখলবাজদের বিএনপিতে স্থান নেই বলে মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম (রিংকু)।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি বলেন, “বাংলাদেশে সংস্কার দরকার। কারণ আওয়ামী লীগ সব গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে। সেই সংস্কার বিএনপির হাত ধরেই হবে। এর প্রথম ধাপ হলো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, যার প্রতীক্ষায় আছে দেশের ১৮ কোটি মানুষ।”

তিনি আরও বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হয়েই বিএনপি পূর্ণাঙ্গ সংস্কার করবে। তবে দলের ভেতরে কোনো চাঁদাবাজ, কোনো দখলবাজ বা অন্যায়কারীর ঠাঁই হবে না। আমাদের এমন বাংলাদেশ চাই যেখানে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত থাকবে।”

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন