"রাজবাড়ি আমার শ্বশুরবাড়ি, আমরা অপেক্ষা করব আপনাদের জন্য" — এনসিপি’র পদযাত্রা ঘিরে তাসনিম জারা’র স্ট্যাটাস ভাইরাল!

"রাজবাড়ি আমার শ্বশুরবাড়ি, আমরা অপেক্ষা করব আপনাদের জন্য" — এনসিপি’র পদযাত্রা ঘিরে তাসনিম জারা’র স্ট্যাটাস ভাইরাল!

নিজস্ব প্রতিবেদক, মোরনিউজবিডি
নিজস্ব প্রতিবেদক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৩:১৪ ১৬ জুলাই ২০২৫

রাজবাড়ীকে ঘিরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আসন্ন জুলাই পদযাত্রা অনুষ্ঠানে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা’র এক আবেগঘন ফেসবুক স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি লেখেন:

“রাজবাড়ি আমার শ্বশুরবাড়ি, মানে আমারও বাড়ি। ঢাকার পরে এখানেই আমার সবচেয়ে বেশি স্মৃতি জমে আছে। পদ্মার নৌকায় ইলিশ কিনেছি, বরাট বাজার থেকে গুদারবাজার ঘুরেছি মোটরসাইকেলে, দৌলতদিয়া থেকে কিনেছি নদীর টাটকা মাছ। নির্মল মিষ্টান্ন ভাণ্ডারের চমচম এখনো ভুলতে পারি না। এবার ফিরছি আরেক রকম ভালোবাসা নিয়ে—জুলাই অভ্যুত্থানের নেতাদের সাথে নিয়ে। ১৭ জুলাই, বিকেল ৩টায় আমাদের পদযাত্রা পৌঁছাবে রাজবাড়ি রেলগেঁটে। জুলাইয়ের ১ তারিখ থেকে আমরা হাঁটছি। দেশের নানা প্রান্ত ঘুরে দেখেছি। এই দেশ কতটা সম্ভাবনাময়, তা নতুন করে মনে হচ্ছে প্রতিটি দিন। রাজবাড়িতেও আমরা অপেক্ষা করব আপনাদের জন্য। জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়া নাহিদ, হাসনাত, সারজিস, নাসির, আখতার—তারা সবাই থাকছে। যদি সময় হয়ে ওঠে, তাহলে চলে আসুন। দেখা হচ্ছে।”

রাজবাড়ী শহরের রেলগেট এলাকায় অনুষ্ঠিতব্য এই পদযাত্রা প্রোগ্রামে এনসিপি’র কেন্দ্রীয় নেতারা অংশগ্রহণ করবেন। খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৩টায় রেলগেটে জমায়েত হয়ে শহরজুড়ে হবে পদযাত্রা। এ উপলক্ষে এরই মধ্যে শহরজুড়ে প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় নেতৃত্ব ও সমর্থকরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমুদ সুজন জানান,

“রাজবাড়ী প্রোগ্রাম সফল করতে আমাদের সব প্রস্তুতি শেষ। আশা করছি প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষের সমাগম হবে। পদযাত্রায় উপস্থিত থাকবেন জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারী নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আক্তার হোসেন, তাসনিম জারা সহ কেন্দ্রীয় নেতারা।”

সামাজিক মাধ্যমে তাসনিম জারা’র আবেগঘন বার্তা অনেকেই শেয়ার করেছেন ইতিমধ্যে। কেউ লিখেছেন, “রাজবাড়ির মেয়ে এসে ডাক দিচ্ছে—তাহলে এবার তো যেতেই হবে।”
এনসিপির জুলাই পদযাত্রা এখন আর শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি হয়ে উঠছে নতুন প্রজন্মের জন্য এক ধরনের সম্ভাবনার বার্তা ও প্রত্যয়।
 

বিজ্ঞাপন