শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৯ ৭ সেপ্টেম্বর ২০২৪
সাতক্ষীরার কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার মিথ্যা মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে ৪ বছর কারাভোগের পর নিজ জন্মস্থানে ফিরেছেন সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব। তার আগমনকে ঘিরে জনতার ঢল নেমেছে সাতক্ষীরায়।
শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সাতক্ষীরার পাটকেলঘাটা কুমিরা হাই স্কুল মাঠে পা রাখেন হাবিবুল ইসলাম হাবিব। তালা উপজেলা বিএনপি আয়োজিত গণসংবর্ধনা মঞ্চে পৌঁছানোর সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়েন লাখো জনতা।
বিএনপির এ নেতার আগমনকে ঘিরে ছিল নানা আয়োজন। সড়কে নির্মাণ করা হয় শত শত তোরন, ব্যানার-ফেস্টুনে ভরা ছিল মহাসড়ক ও অলিগলি।
মঞ্চে পৌঁছেই সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব দুই হাত তুলে জনতাকে অভিবাদন জানান। জনতার এ উচ্ছ্বাস ও ঢল দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন তিনি।
এসময় প্রিয় নেতাকে এক পলক দেখার জন্য পাটকেলঘাটা বলফিল্ড থেকে কুমিরা বাজার, ইসলামকাঠি বাজার থেকে গণসংবর্ধনা পর্যন্ত ছিল মানুষ আর মানুষ।
বিজ্ঞাপন