শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৬:৪৫ ২৮ আগস্ট ২০২৪
যশোরের ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।
মঙ্গলবার২৭আগস্ট দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি ও পৌর প্রশাসক কে এম মামুনুর রশীদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার সমাজকল্যাণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক হারুন অর রশিদ, সেক্রেটারী মাওলানা আব্দুল আলীম, অর্থ-সম্পাদক শেখ আব্দুল রকিম, কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম, পৌর আমির অধ্যাপক মশিউর রহমান, জেলা ও উপজেলার সূরা সদস্য এ্যাড. আবিদুর রহমান প্রমুখ। দেশব্যাপী চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ত্রাণ সামগ্রী জমা দেয়া হবে বলে নেতৃবৃন্দ জানিয়েছেন।
বিজ্ঞাপন