রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত
প্রকাশিত: ০৬:২৫ ২১ জানুয়ারী ২০২৫
মার্কো রুবিও যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সিনেটের পূর্ণ সমর্থনে নিয়োগ পেয়েছেন। তিনি চীনবিরোধী এবং কট্টর ইসরায়েলপন্থি হিসেবে পরিচিত। মঙ্গলবার সিএনএন ও রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্কিন সিনেটের ৯৯ সদস্যের সর্বসম্মতিতে রুবিওর নিয়োগ অনুমোদন করা হয়েছে। ডেমোক্র্যাটিক পার্টির সদস্যরাও তার পক্ষে ভোট দিয়েছেন।
মার্কো রুবিও ২০১১ সাল থেকে ফ্লোরিডার রিপাবলিকান সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। কয়েক বছর আগেও তিনি ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করতেন। তবে বর্তমানে তিনি তার প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে জায়গা করে নিয়েছেন।
রুবিওর নিয়োগের মাধ্যমে ট্রাম্প প্রশাসন চীনবিরোধী নীতিকে আরও জোরদার করতে চায় বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করাও তার প্রধান লক্ষ্য হতে পারে।
বিজ্ঞাপন