শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০২ ৩০ জুলাই ২০২৪
আরও ১০ হাজার নির্মাণ শ্রমিককে প্রশিক্ষণ দেবে রিহ্যাব অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর ইন্ডাস্ট্রি কমপিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (সিসিপ) সঙ্গে চুক্তি করেছে রিহ্যাব।
আবাসন খাতে নতুন করে আরও ১০ হাজার দক্ষ শ্রমিক তৈরি করতে প্রশিক্ষণের ব্যবস্থা করবে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। এজন্য অর্থ মন্ত্রণালয়ের স্কিলস ফর ইন্ডাস্ট্রি কমপিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের (সিসিপ) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে তারা। মঙ্গলবার (৩০ জুলাই) সকালে প্রবাসী কল্যাণ ভবনে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে সই করেন রিহ্যাব প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান। এসময় রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) আব্দুর রাজ্জাক ও এসইআইপি-রিহ্যাব প্রকল্পের চিফ কো-অর্ডিনেটর কাজী আবুল কাশেম উপস্থিত ছিলেন। সিসিপ এর পক্ষে স্বাক্ষর করেন নির্বাহী প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ ওয়ালিদ হোসেন। সিসিপের ঊর্দ্ধতন কর্মকর্তারা।
বিজ্ঞাপন