শনিবার , ৩০ আগস্ট, ২০২৫ | ১৪ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০২:৩৪ ২৯ আগস্ট ২০২৫
দীর্ঘদিনের আন্দোলনের পর এবার বেতন বৈষম্য ও উচ্চতর গ্রেডসহ তিন দফা দাবিতে মহাসমাবেশের ডাক দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার সকালে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য এই কর্মসূচিতে সারাদেশ থেকে লাখো শিক্ষকের সমাগম ঘটতে পারে।
শিক্ষক নেতারা জানিয়েছেন, সমাবেশে বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, জামায়াতের শিক্ষক ফেডারেশনের মহাসচিব এবি এম ফজলুল করিম, এনসিপির হান্নান মাসুদ, গণঅধিকার পরিষদের ভিপি নুরুল হক নুর, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি ও নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না উপস্থিত থাকবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানানো হলেও তার ব্যস্ততার কারণে দলের একজন প্রতিনিধি অংশ নেবেন।
সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ জানিয়েছে, দাবি পূরণের আশ্বাসে আন্দোলন স্থগিত করা হলেও তিন মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন হয়নি। তাই আবারও রাজপথে নামতে বাধ্য হচ্ছেন তারা।
শিক্ষকদের দাবিগুলো হলো— এন্ট্রি পদ সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন-ভাতা প্রদান, শতভাগ পদোন্নতি নিশ্চিতকরণ এবং ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।
দেশে বর্তমানে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় পৌনে চার লাখ শিক্ষক কর্মরত। তাদের মধ্যে প্রধান শিক্ষকেরা ১০ম গ্রেডে বেতন পান, আর সহকারী শিক্ষকরা পান ১৩তম গ্রেডে।
বিজ্ঞাপন