শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ০১:২২ ২৩ সেপ্টেম্বর ২০২৪
পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) আলোচিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান মাহমুদ তুহিনকে অবশেষে বদলি করা হয়েছে। তবে বদলি ঠেকাতে ঢাকায় গিয়ে লবিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের নির্যাতন ও হয়রানির অভিযোগ রয়েছে। এছাড়াও অবৈধ বালু মহাল ও অবৈধ সিরাপ কোম্পানির নিয়ন্ত্রণে অনৈতিক সুবিধা আদায়েরও অভিযোগ রয়েছে।
গত ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশের পার্সোনেল ম্যানেজমেন্ট-২ শাখা থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নৌপুলিশে বদলি করা হয়েছে। তার স্থলে পাবনার ডিবি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে এখনও কাউকে পদায়ন করা হয়নি।
একাধিক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে পাবনা ডিবি পুলিশের ওসি হন এমরান মাহমুদ তুহিন। আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে বেশ সখ্যতা গড়ে তোলেন। দীর্ঘদিন দায়িত্ব পালনের সুযোগে তিনি বালু মহাল, অবৈধ সিরাপ কারখানাসহ বিভিন্ন মহলে নিয়ন্ত্রণ গড়ে তোলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেক শিক্ষার্থীকে তুলে এনে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। এছাড়াও বিভিন্ন আন্দোলনের সময় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালিয়ে ব্যাপক নির্যাতন চালিয়েছিলেন। ক্ষমতার পটপরিবর্তনে তিনি এখন বিএনপির ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন। তাকে বদলি করা হলে তিনি বদলি ঠেকাতে ঢাকায় জোর লবিং করছেন। ইতোপূর্বে তিনি বগুড়া ও জয়পুরহাটে দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছিল এবং সেই অভিযোগে তিনি লঘু শাস্তি প্রাপ্ত।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া ঈশ্বরদী কৃষি কলেজের শিক্ষার্থী ইয়াছিন আরাফাত বলেন, টার্মিনাল থেকে আমাদের ৭-৮ জন শিক্ষার্থীদের আটক করে ডিবি পুলিশ এবং শারীরিকভাবে ব্যাপক নির্যাতন করা হয়েছিল। আমাদের সবার মোবাইল কেড়ে নিয়েছিল যা এখনও ফেরত দেয়নি। আমাদের ব্যাপক মারধর করে পায়ের গিড়ে ভেঙে ফেলেছিল। আমরা এর বিচার চাই।
পাবনার মেরিল বাইপাস এলাকার আরেক শিক্ষার্থী কাজি তাওফিক বলেন, আমাকে ৩১ জুলাই মেস থেকে ডিবি পুলিশ তুলে নিয়ে গিয়েছিল। পরে আমাকে মানসিকভাবে নির্যাতন করে। আমি ৭ দিন জেল খেটেছি। উনি যদি এরকম আরও হয়রানি করে থাকেন তাহলে তার উপযুক্ত শাস্তি হোক।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থীর অভিযোগ, আন্দোলনের সময় দেয়ালে গ্রাফিতির অঙ্কনের সময় কয়েকজন শিক্ষার্থীকে ধরে নিয়ে যায় ডিবি পুলিশ। পরে ডিবি অফিসে ছেলেদের বেধড়ক মারধর করেন এবং ছাত্রীদের গালিগালাজ করা হয়। পরে তাদের অভিভাবকরা আসলে তাদেরকেও মানসিকভাবে নির্যাতন করা হয়েছিল এবং অনৈতিক সুবিধা নিয়ে ছেড়ে দেয়া হয়েছিল।
তবে এসব অভিযোগ অস্বীকার করে সদ্য বদলীকৃত পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান মাহমুদ তুহিন বলেন, 'আমাকে নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। আমি কাউকে হয়রানি করিনি। অভিযোগগুলো যাচাই-বাছাই না করেই একজনের ওপর চাপিয়ে দেয়া হচ্ছে। আমি কোন পারপাসে কি করছি আমার হাই অথরিটি জানে।'
এ বিষয়ে পাবনার পুলিশ সুপার মোরতোজা আলী খান বলেন, 'আমাদের কাছে এই ধরনের লিখিত অভিযোগ আসেনি। তাকে বদলি করা হয়েছে। লবিংয়ের বিষয়টি যে কেউই করতে পারেন। কিন্তু সেটা সফল হয় কিনা সে পর্যন্ত অপেক্ষা করেন।'
বিজ্ঞাপন