ইসরায়েল–অস্ট্রেলিয়া সম্পর্কের উত্তেজনা: মুখোমুখি নেতানিয়াহু–আলবানিজ

ইসরায়েল–অস্ট্রেলিয়া সম্পর্কের উত্তেজনা: মুখোমুখি নেতানিয়াহু–আলবানিজ

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৭:৩১ ২০ আগস্ট ২০২৫

ইসরায়েল ও অস্ট্রেলিয়ার কূটনৈতিক সম্পর্ক নতুন করে বড় ধরনের উত্তেজনার মুখে পড়েছে। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পর থেকে দুই দেশের মধ্যে পারস্পরিক অভিযোগ-প্রতিউত্তর আরও তীব্র আকার ধারণ করেছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের বিরুদ্ধে সরাসরি আক্রমণ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি অভিযোগ করেছেন, আলবানিজ ইসরায়েলের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন এবং অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়কে পরিত্যাগ করেছেন।

ফিলিস্তিন স্বীকৃতি ঘিরে সংকট

গত সপ্তাহে অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। এর আগে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা একই সিদ্ধান্ত নেওয়ায় ইসরায়েল আগেই ক্ষোভ প্রকাশ করেছিল। অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত ঘোষণার পরপরই দুই দেশের সম্পর্ক দ্রুত অবনতি হতে থাকে।

ভিসা বাতিলে উত্তেজনা বৃদ্ধি

সম্প্রতি অস্ট্রেলিয়া ইসরায়েলি কট্টর ডানপন্থী রাজনীতিক সিমচা রথম্যানের ভিসা বাতিল করে। তিনি অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন আয়োজিত একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। তবে অস্ট্রেলীয় সরকার জানায়, যারা ঘৃণা বা বিভেদের বার্তা ছড়ান, তাদের দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

জবাবে ইসরায়েল পাল্টা ব্যবস্থা হিসেবে ফিলিস্তিনের অস্ট্রেলীয় প্রতিনিধিদের ভিসা বাতিল করে এবং সতর্ক করে জানায়, ভবিষ্যতে অস্ট্রেলীয় সরকারি ভিসার আবেদন কঠোরভাবে পরীক্ষা করা হবে।

দুই দেশের শীর্ষ নেতার পাল্টাপাল্টি মন্তব্য

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, “ইতিহাস আলবানিজকে একজন দুর্বল নেতা হিসেবেই মনে রাখবে।” অন্যদিকে অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী টনি বার্ক প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “নেতানিয়াহুর ক্ষোভের মূল কারণ অস্ট্রেলিয়ার ফিলিস্তিন স্বীকৃতি। শক্তির আসল মানে হলো মানুষের জীবন রক্ষা করা, হত্যা বা না খাইয়ে রাখা নয়।”

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজও কড়া সুরে বলেন, “গাজায় নিরীহ মানুষ যেভাবে মারা যাচ্ছেন এবং খাবার–পানির সংকটে ভুগছেন, তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”

ইসরায়েলি বিরোধী শিবিরের প্রতিক্রিয়া

ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদও নেতানিয়াহুর সমালোচনায় মুখর। তিনি বলেন, “পশ্চিমা বিশ্বের সবচেয়ে বিষাক্ত রাজনীতিক হচ্ছেন নেতানিয়াহু। আজকের গণতান্ত্রিক বিশ্বে একজন নেতাকে শক্তিশালী করে তোলে সত্যের পক্ষে দাঁড়ানো, নেতানিয়াহুর মুখোমুখি হওয়া সেই শক্তির প্রতীক।”

বৈশ্বিক প্রেক্ষাপট

জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে এখন পর্যন্ত ১৪৭টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। হামাস নিয়ন্ত্রিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ৬২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

ইসরায়েল–অস্ট্রেলিয়া সম্পর্কের এই অচলাবস্থা মধ্যপ্রাচ্য সংকটকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

বিজ্ঞাপন