বাংলাদেশ-পাকিস্তান: “ডিপ্লোম্যাটদের জন্য ভিসা মুক্ত সুবিধা”

বাংলাদেশ-পাকিস্তান: “ডিপ্লোম্যাটদের জন্য ভিসা মুক্ত সুবিধা”

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ১১:৩০ ২১ আগস্ট ২০২৫

বাংলাদেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা এখন থেকে বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন। একই সুবিধা পাকিস্তানের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদেরও প্রযোজ্য হবে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, “বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি হবে, যার মেয়াদ হবে পাঁচ বছর। এ সময়ের মধ্যে উভয় দেশের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই একে অপরের দেশে ভ্রমণ করতে পারবেন।”

এই সিদ্ধান্ত কূটনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং দুই দেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতাকে সহজ করবে।

বিজ্ঞাপন