পরিকল্পিত এই প্রহসন প্রত্যাখ্যান করলাম : ফেসবুকে আবিদ

পরিকল্পিত এই প্রহসন প্রত্যাখ্যান করলাম : ফেসবুকে আবিদ

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৩:২৯ ১০ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফলকে ‘পরিকল্পিত প্রহসন’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম আবিদ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।

ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ হওয়ার পরপরই দেওয়া ওই পোস্টে আবিদুল অভিযোগ করেন, নির্বাচনকে পরিকল্পিতভাবে কারচুপি করা হয়েছে। তার ভাষায়—

“পরিকল্পিত কারচুপির এই ফলাফল দুপুরের পরপরই অনুমান করেছি। নিজেদের মতো করে সংখ্যা বসিয়ে নিন। এই পরিকল্পিত প্রহসন প্রত্যাখ্যান করলাম।”

ডাকসুর ঘোষিত ফলাফলে ভিপি পদে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) ১৪ হাজার ৪২ ভোট পেয়ে জয়ী হন। আর ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান (আবিদ) পান ৫ হাজার ৬৫৮ ভোট।

ফলাফলের এই বিশাল ব্যবধানকে মেনে নিতে নারাজ আবিদ। তার দাবি, শিক্ষার্থীদের প্রকৃত ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হয়নি। তিনি অভিযোগ করেন, প্রশাসন ও ক্ষমতাসীন মহলের প্রত্যক্ষ মদদে নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে।

এ বিষয়ে তার ফেসবুক পোস্ট শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। অনেকে সমর্থন জানালেও কেউ কেউ নির্বাচনের উচ্চ ভোটার উপস্থিতির কথা উল্লেখ করে আবিদের অভিযোগকে প্রশ্নবিদ্ধ করছেন।

বিশ্লেষকদের মতে, আবিদের এই অবস্থান ডাকসুর নির্বাচনের ফলাফল নিয়ে ছাত্রদল ও অন্যান্য বিরোধী ছাত্রসংগঠনের মধ্যে ক্ষোভের প্রতিফলন। অন্যদিকে নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে আন্দোলনের ডাক দেওয়া হবে কি না, সেটি এখন শিক্ষাঙ্গনে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন