বুধবার , ১৩ আগস্ট, ২০২৫ | ২৯ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৪:০২ ১৩ আগস্ট ২০২৫
জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে বিদেশ যেতে বাধা দিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুরগামী একটি ফ্লাইটে তাঁর ওঠা বন্ধ করে দেওয়া হয়।
বিমানবন্দর সূত্র জানায়, রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের এসকিউ ৪৪৭ ফ্লাইটে তাঁর যাওয়ার কথা ছিল। রাত ৯টার দিকে চেক-ইন সম্পন্ন করার পর ইমিগ্রেশনে তাঁকে থামিয়ে দেওয়া হয়। তবে কেন বিদেশযাত্রায় বাধা দেওয়া হলো, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে। ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছিলেন। এর আগে ২০২৪ সালের ২ সেপ্টেম্বর ধানমন্ডি থেকে আটক হওয়ার পর সেদিনই পুলিশ তাঁকে ছেড়ে দিয়েছিল।
পিরোজপুর-২ আসন থেকে ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য মঞ্জু ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজের কাছে পরাজিত হন। আওয়ামী লীগের দ্বিতীয় মেয়াদের সরকারে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এছাড়া তিনি একসময় দৈনিক ইত্তেফাকের সম্পাদক এবং হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির শীর্ষ নেতা ছিলেন। পরবর্তীতে নিজ দল জাতীয় পার্টি (জেপি) গঠন করে চেয়ারম্যান হন।
বিজ্ঞাপন