ঢামেকে জন্ম হওয়া যমজ ৬ শিশুর মধ্যে একটির মৃত্যু

ঢামেকে জন্ম হওয়া যমজ ৬ শিশুর মধ্যে একটির মৃত্যু

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৬:১২ ১৫ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জন্ম নেওয়া যমজ ৬ শিশুর মধ্যে একটি মারা গেছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ছেলে নবজাতকটির মৃত্যু হয়।

এর আগে একই দিন সকাল ৯টার দিকে নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের কাতার প্রবাসী মো. হানিফের স্ত্রী মোকসেদা আক্তার প্রিয়া (২৩) ঢামেক হাসপাতালের গাইনি বিভাগের লেবার ওয়ার্ডে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দেন। সন্তানদের মধ্যে তিনজনকে ঢামেকের এনআইসিইউতে এবং বাকি তিনজনকে একটি বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে রাখা হয়। ঢামেকে থাকা এক ছেলে নবজাতকই সন্ধ্যায় মারা যায় বলে নিশ্চিত করেছেন প্রিয়ার ননদ ফারজানা আক্তার।

ফারজানা আক্তার জানান, গর্ভধারণের ২৭ সপ্তাহ চলছিল প্রিয়ার। গর্ভকালীন সময়ে তিনি স্থানীয় চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন এবং আল্ট্রাসনোগ্রাফিতে প্রথমে জানা যায় প্রিয়ার গর্ভে পাঁচ সন্তান রয়েছে। কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার পর জানা যায় তিনি ৬ সন্তানের মা হতে যাচ্ছেন।

গত ৯ সেপ্টেম্বর প্রিয়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বড় বোনের বাসায় যান। পরে মনোয়ারা হাসপাতালে চিকিৎসা নেন। শনিবার রাতে প্রসব ব্যথা শুরু হলে দ্রুত তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় এবং রোববার সকালে স্বাভাবিকভাবে ৬ সন্তানের জন্ম দেন তিনি।

ঢাকা মেডিকেলের নবজাতক বিভাগের মেডিকেল অফিসার ডা. নিলুফার ইয়াসমিন জানান, শিশুগুলো অপরিণত অবস্থায় জন্ম নিয়েছে। তাঁদের ওজন ৬১৫ গ্রাম থেকে ৯০০ গ্রামের মধ্যে ছিল। তিনি বলেন, “গর্ভধারণের ২৭ সপ্তাহ চলছিল। স্বাভাবিকভাবেই জন্ম নেওয়া শিশুগুলো খুবই দুর্বল ছিল। চিকিৎসক দল তাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।”

এ ঘটনায় পরিবারে আনন্দের পাশাপাশি শোকও নেমে এসেছে। জীবিত ৫ নবজাতককে সুস্থ রাখতে সর্বাত্মক চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন