শনিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৫ | ২৮ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৮:৩৮ ১২ সেপ্টেম্বর ২০২৫
কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের অদূর সমুদ্রে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক হওয়া ১৮ জেলে অবশেষে দেশে ফিরেছেন। জীবন বাজি রেখে কৌশলে একটি ট্রলারসহ পালিয়ে আসেন তাঁরা। বৃহস্পতিবার রাতে পুলিশ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করে।
এর আগে গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন জেলেরা। গতকাল (বৃহস্পতিবার) দুপুরে একটি ট্রলারে ভেসে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছান তাঁরা। কোস্টগার্ড তাঁদের উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
ফিরে আসা জেলেদের বর্ণনা অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় আরাকান আর্মি বাংলাদেশি জেলেদের পাঁচটি ট্রলার ধাওয়া দিয়ে আটক করে। অস্ত্রের মুখে মিয়ানমারের দিকে নেওয়া হচ্ছিল এসব ট্রলার। আটক হওয়া জেলেদের মধ্যে ১৮ জন ছিলেন একই ট্রলারে। একপর্যায়ে আরাকান আর্মির স্পিডবোট সামনের দিকে চলে গেলে অন্ধকারের সুযোগে জেলেরা ট্রলারের দিক ঘুরিয়ে দ্রুত পালিয়ে আসেন।
জেলে দিল মোহাম্মদ বলেন, ‘আমাদের ট্রলারে আরাকান আর্মির দুজন সদস্য ছিল। আমরা ট্রলারের দিক ঘুরিয়ে পালানোর চেষ্টা করলে তাঁরা সাগরে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারের দিকে চলে যান।’
যে ট্রলারে করে জেলেরা দেশে ফিরেছেন সেটির মালিক শাহপরীর দ্বীপের মোহাম্মদ হাসান। তিনি স্থানীয় ট্রলার মালিক সমিতির সভাপতি। মোহাম্মদ হাসান বলেন, ‘আমার ট্রলারটিতে ১০ জন জেলে ছিল। পরে আরাকান আর্মি আরও আটজনকে সেখানে তোলে। ভাগ্যক্রমে অন্ধকারের সুযোগে তাঁরা পালাতে সক্ষম হন।’
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, কোস্টগার্ডের হেফাজত থেকে ১৮ জেলেকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে যাচাই–বাছাই শেষে তাঁদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এ সময় মিয়ানমারের জলসীমার কাছাকাছি আর মাছ ধরতে না যাওয়ার শর্তে মুচলেকাও নেওয়া হয়।
বিজ্ঞাপন