গাজীপুরে এয়ারগানসহ দেশি অস্ত্র উদ্ধার, আটক তিন

গাজীপুরে এয়ারগানসহ দেশি অস্ত্র উদ্ধার, আটক তিন

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৯:২৯ ৩ সেপ্টেম্বর ২০২৫

গাজীপুরের শ্রীপুরে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামি মামুন আল মুজাহিদ ওরফে সুমন শেখের (৩৫) দেওয়া তথ্যে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। অভিযানে উপজেলার বরমী এলাকার বিভিন্ন স্থান থেকে এয়ারগানসহ দেশি অস্ত্র উদ্ধার করা হয়। সেই সঙ্গে মামুনের তিন সহযোগীকে আটক করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে শ্রীপুর থানার পুলিশ অন্তত পাঁচটি স্থানে এ অভিযান চালায়। মামুন আল মুজাহিদ শ্রীপুর উপজেলার বরমী পাঠানটেক এলাকার বাসিন্দা মুসলেম উদ্দিন মাস্টারের ছেলে। তবে আটক তিন সহযোগীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট শ্রীপুরের ত্রিমোহিনী এলাকা থেকে মামুনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। কিন্তু রাত আটটার দিকে থানায় নেওয়ার সময় টেংরা মোড়ে তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি মামলা হয়। এর পর ৩১ আগস্ট রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে আবারও মামুনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারের পর মামুনের দেওয়া তথ্যে মঙ্গলবার রাতে বরমী ইউনিয়নের বরকুল, পাঠানটেক, বরনল, কুষাদিয়া ও নান্দিয়াসাঙ্গুন এলাকায় তল্লাশি চালায় পুলিশ। বরকুল এলাকার একটি মাছের ঘেরের পাশে ছোট্ট একটি ঘর থেকে এয়ারগান, দা, লাঠিসহ দেশি অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এ স্থানটিকে মামুন ও তার সহযোগীরা মানুষকে আটকে রেখে নির্যাতনের জন্য ব্যবহার করত।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, অভিযানে আটক তিন সহযোগীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন