ড. ইউনূসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ : প্রেসসচিব

ড. ইউনূসের কারণে বিশেষ সুবিধা পেয়েছে বাংলাদেশ : প্রেসসচিব

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ১০:৫৫ ২৩ আগস্ট ২০২৫

মার্কিন শুল্ক ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ব্যক্তি পরিচিতির কারণে বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

শনিবার (২৩ আগস্ট) মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশের অবস্থান ও চ্যালেঞ্জ বিষয়ক এক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, "যুক্তরাষ্ট্রে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ব্যক্তিগত পরিচিতির কারণে শুল্ক ইস্যুতে বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে। শুল্ক কমিয়ে ২০ শতাংশে আনা হবে বলে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল অন্তর্বর্তী সরকার।"

তিনি আরও বলেন, "শুল্ক আরও কমানোর চেষ্টা চলছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও উন্নত হবে এবং সেখানকার বাজারে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি পাবে।"

প্রেসসচিব জানান, "দরকষাকষির সময় অন্যান্য মার্কেটের প্রভাব বিবেচনায় রেখে নেগোশিয়েশন করা হয়েছে। যুক্তরাষ্ট্রে রপ্তানি বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।"

উল্লেখ্য, প্রথমে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। পরে গত ৩১ জুলাই ট্রাম্প প্রশাসন সেই শুল্ক কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনে।

বিজ্ঞাপন