দুর্গাপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন

দুর্গাপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন

তোফায়েল আলম ভূঁইয়া: দুর্গাপুর প্রতিনিধি
তোফায়েল আলম ভূঁইয়া: দুর্গাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০:২৩ ৩ ডিসেম্বর ২০২৫

নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের আয়োজনে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

দিনটির শুরুতে উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপনী হয়। ‘‘প্রতিবন্ধীতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ডিসি কমিটির সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্ব এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা।

সভায় আরও বক্তব্য রাখেন—উপজেলা সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাংবাদিক ওয়ালী হাসান তালুকদার এবং কারিতাস প্রতিনিধি পলিসন রাংসা।

বক্তারা বলেন, “প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তাদেরও স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার রয়েছে। সমাজের প্রতিটি ক্ষেত্রেই প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্ত করতে হবে। তাদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব।” বক্তারা বিশেষভাবে কারিতাসকে এ ধরনের অর্থবহ আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার প্রদান করার ঘোষণা দেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা।

বিজ্ঞাপন

https://moreshopbd.com/