বৃহস্পতিবার , ০৪ ডিসেম্বর, ২০২৫ | ১৯ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রকাশিত: ০৯:২৬ ৩ ডিসেম্বর ২০২৫
পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার ৪ নং শালবাহান ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ দফাদার মোঃ আব্দুল কাদেরের অবসরজনিত রাজকীয় বিদায় সংবর্ধনা সম্পন্ন হয়েছে। দীর্ঘ ৪৩ বছরের কর্মজীবন শেষে সোমবার (১ ডিসেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে তাকে এই গৌরবময় বিদায় জানানো হয়।
শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সদস্য আবু জাফর, সদস্য মোছাঃ আলেয়া বেগম, ইউপি সরকারি কর্মকর্তা, গ্রাম পুলিশ সদস্যসহ আরও অনেকে। বক্তারা আব্দুল কাদেরের কর্মজীবনের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন,
“তার পুরো কর্মজীবনই ছিলো সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধে পরিপূর্ণ। তিনি প্রতিদিন সবার আগে অফিসে এসে উপস্থিত হতেন এবং গ্রাম পুলিশের সদস্যদের সময়মতো সঠিকভাবে দায়িত্ব পালনের পরামর্শ দিতেন। পঞ্চগড় জেলায় প্রথমবারের মতো একজন সত্যিকারের নিষ্ঠাবান গ্রাম পুলিশকে আমরা রাজকীয়ভাবে বিদায় জানাতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করছি।”
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলো ঘোড়ার গাড়িতে দফাদার আব্দুল কাদেরকে রাজকীয় বিদায় সংবর্ধনা প্রদান। তাকে শুভেচ্ছা জানাতে স্থানীয় জনসাধারণ, ইউপি সদস্যরা ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।
আবেগঘন মুহূর্তে বিদায়ী গ্রাম পুলিশ দফাদার আব্দুল কাদের বলেন,
“এই মুহূর্তটি আমার জীবনের সবচেয়ে স্মরণীয় পাওয়া। মানুষের সেবায় আমি সর্বোচ্চ চেষ্টা করেছি—এটিকেই নিজের পরিবারের প্রতি দায়িত্বের মতো মনে করেছি। এমন সম্মানজনক বিদায় সত্যিই অনেক আনন্দের। আমাদের সকলেরই উচিত নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করা।”
মানবিকতা, দায়িত্ববোধ ও দীর্ঘ সেবাজীবনের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠিত এই বিদায় অনুষ্ঠান এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়ার সৃষ্টি করেছে।
