বৃহস্পতিবার , ০৪ সেপ্টেম্বর, ২০২৫ | ১৯ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০১:০২ ৩১ আগস্ট ২০২৫
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে বড় পরিবর্তন এনেছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই বাতিল হলো ২০১৯ সালের পুরোনো বিধিমালা।
নতুন বিধিমালায় সবচেয়ে বড় পরিবর্তন এসেছে নারী কোটায়। এত দিন নারীদের জন্য আলাদা কোটা থাকলেও সেটি বাতিল করা হয়েছে। পরিবর্তে রাখা হয়েছে ৭ শতাংশ সংরক্ষিত কোটা, যা সব প্রার্থীর জন্য সমানভাবে প্রযোজ্য হবে।
সহকারী শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক—দুটি ধাপে পরীক্ষা নেওয়া হবে।
লিখিত পরীক্ষা:
বাংলা – ২৫ নম্বর
ইংরেজি – ২৫ নম্বর
গণিত – ২০ নম্বর
দৈনন্দিন বিজ্ঞান ও সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) – ২০ নম্বর
মোট লিখিত নম্বর: ৯০
সময়: ৯০ মিনিট
পাস নম্বর: ৪৫ (মোটের ৫০ শতাংশ)
মৌখিক পরীক্ষা:
মোট নম্বর: ১০
পাস নম্বর: ৫
সময়: নির্দিষ্ট নয়
নিয়োগ প্রক্রিয়া
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। দুই ধাপ মিলিয়ে মোট ১০০ নম্বরের ভিত্তিতে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে।
সামনে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন বিধিমালা কার্যকর হওয়ার পরই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চলছে। চলতি আগস্ট মাসেই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের প্রায় ১৩ হাজার ৫০০ শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে।
নতুন বিধিমালা কার্যকর হওয়ায় বলা যায়, ভবিষ্যতে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষার কাঠামো আরও সুনির্দিষ্ট ও প্রতিযোগিতামূলক হবে।
বিজ্ঞাপন