শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ | ৪ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি সংগৃহীত
প্রকাশিত: ০৮:০৫ ৬ আগস্ট ২০২৪
প্রধানমন্ত্রীর পদ থেকে গতকাল সোমবার পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে চলে গেছেন শেখ হাসিনা। এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এখানে পড়তে আসা বাংলাদেশি শিক্ষার্থী ও বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ানরা ছুটে যান শহীদ মিনার প্রাঙ্গণে। বাংলাদেশের সঙ্গে সময়ের পার্থক্য ১৩ ঘণ্টা থাকার কারণে গত কয়েক দিন ম্যানিটোবাসহ কানাডার অনেক বাংলাদেশি বিনিদ্র রজনী যাপন করেছেন। ৫ আগস্ট আনুমানিক ভোর চারটার দিকে প্রবাসীরা শেখ হাসিনার পদত্যাগের খবর শুনতে পান বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের কাছ থেকে।
প্রথমেই এ আন্দোলনে নিহতদের কথা স্মরণ করা হয় শহীদ মিনার প্রাঙ্গণে। তাঁদের রুহের মাগফিরাত কামনা করা হয়। মুসলমান ও সনাতন ধর্মাবলম্বীরা তাঁদের ধর্মমতে প্রার্থনা করেন। বিভিন্ন প্যারোডি স্লোগানের মাধ্যমে তাঁরা এ সকালটি উদযাপন করেন। অনেকেই গাড়িতে বাংলাদেশি পতাকা লাগিয়ে বাংলা দেশাত্মবোধক গান ছেড়ে কানাডার ম্যানিটোবার রাজধানী ইউনিপেগের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন। এ অনুষ্ঠানটি মূলত আয়োজন করেন কানাডার ইউনিভার্সিটি অব ম্যানিটোবার কোটাবিরোধী শিক্ষার্থীরা।
বেলা ২টার পর একজন বাংলাদেশি কানাডিয়ানের উদ্যোগে দুপুরের খাওয়ার জন্য বিরিয়ানি আনা হয়। অনেকে মিষ্টি, জিলাপি, ফল নিয়ে আসেন।
অনেকেই সবশেষ সরকারের আমলের ক্ষোভের কথা জানান। কানাডিয়ান বাংলাদেশি মো. ওয়াহিদুর রহমান জানান, তাঁর কানাডিয়ান পাসপোর্ট বাংলাদেশ দূতাবাসে আটকে রাখা হয়েছে। তাঁকে বাংলাদেশে যাওয়ার জন্য নো-ভিসা দেওয়া হচ্ছে না। তিনি দীর্ঘদিন দেশে তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে যেতে পারছেন না।
কানাডার বাংলাদেশ হাইকমিশন ভিন্নমতের কাউকে গত কয়েক বছর ধরে বাংলাদেশে যাওয়ার জন্য নো–ভিসা রিকয়ারমেন্ট দিচ্ছে না বলে অনেকে অভিযোগ করেন। শুধু মো. ওয়াহিদুর রহমান না, এখানে আসা অনেকেই জানান, তাঁদের বাংলাদেশে যাওয়ার জন্য ভিসা দিচ্ছে না হাইকমিশন। তাঁরা আগামীর নতুন সরকারের কাছে এ ধরনের আচরণ যেন আর না হয় তার আবেদন জানান।
কানাডার স্থানীয় গণমাধ্যম এ অনুষ্ঠানটি কাভার করে।
বিজ্ঞাপন