রাষ্ট্রপতি হচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান? গুজব উড়িয়ে দিল আইএসপিআর

রাষ্ট্রপতি হচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান? গুজব উড়িয়ে দিল আইএসপিআর

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৮:২৯ ৬ আগস্ট ২০২৫

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির রাষ্ট্রপতি হতে যাচ্ছেন—এমন খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া আখ্যা দিয়ে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র সংস্থা আইএসপিআর। সম্প্রতি ব্রিটিশ সাময়িকী ‘দ্য ইকোনমিস্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, আসিম মুনিরের রাষ্ট্রপতি হওয়ার কোনো পরিকল্পনা নেই। এই গুজব সম্পূর্ণ অসত্য এবং উদ্দেশ্যপ্রণোদিত।

এর আগে, গত জুলাই মাসেও একই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি স্পষ্টভাবে বলেন, বর্তমান রাষ্ট্রপতি আসিফ আলি জারদারিকে পদত্যাগে বাধ্য করা হয়নি এবং সেনাপ্রধান আসিম মুনির রাষ্ট্রপতির পদে যাওয়ার চেষ্টা করছেন—এমন কোনো বিষয় বাস্তবে ঘটেনি। বরং প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও সেনাপ্রধান—এই তিনজন মিলে পাকিস্তানের অগ্রগতির জন্য একসাথে কাজ করে যাচ্ছেন বলে তিনি জানান।

এছাড়াও, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভী, যিনি সেনা নেতৃত্বের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানকে নিয়ে যেসব বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে তা উদ্দেশ্যপ্রণোদিত। তিনি দাবি করেন, সরকার জানে কারা এই অপপ্রচারের পেছনে রয়েছে এবং সময়মতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সাক্ষাৎকারে ভারতকে কেন্দ্র করেও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন আইএসপিআর মহাপরিচালক। তিনি বলেন, যদি ভারত নতুন করে কোনো আগ্রাসনের চেষ্টা করে, তবে পাকিস্তান তার জবাব দেবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। তার ভাষায়, “প্রতিক্রিয়া শুরু হবে পূর্ব দিক থেকেই এবং পাকিস্তানের সেনাবাহিনী যেকোনো স্থানে আঘাত হানার সামর্থ্য রাখে।”

বিজ্ঞাপন