সোমবার , ১১ আগস্ট, ২০২৫ | ২৬ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৩:২৩ ৪ আগস্ট ২০২৫
মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ এবং পশ্চিমতীর পুরোপুরি দখলের হুমকি দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি বলেন, জেরুজালেমে ইসরায়েলের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ আরও শক্তিশালী করা হবে।
রবিবার (৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (পূর্বে টুইটার)-এ এক পোস্টে কাটজ বলেন,“তিসা বা’আভ উপলক্ষে দ্বিতীয় টেম্পল ধ্বংসের দুই হাজার বছর পর, পশ্চিম দেওয়াল এবং টেম্পল মাউন্ট (আল-আকসা) আবারও ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে এসেছে।”
তিনি আরও লেখেন,“ইসরায়েলবিদ্বেষীরা আমাদের বিরুদ্ধে নানা ব্যবস্থা নিচ্ছে এবং বিক্ষোভ করছে। কিন্তু আমরা জেরুজালেম, পশ্চিম দেওয়াল এবং আল-আকসায় আমাদের নিয়ন্ত্রণ আরও জোরদার করব।”
পোস্টে তিনি জানান, তিনি পশ্চিম দেওয়ালে গিয়েছিলেন এবং সেখানে ইসরায়েলি সেনা জিম্মিদের মুক্তি ও হামাসের পরাজয়ের জন্য প্রার্থনা করেছেন।
এর আগে, একই দিন সকালে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে প্রার্থনায় অংশ নেন। এ সময় তার সঙ্গে প্রায় ১,০৫০ জন ইহুদি উপস্থিত ছিল বলে জানিয়েছে রয়টার্স।
ইতামার বেন গিভিরের এ উস্কানিমূলক আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছে সৌদি আরবসহ একাধিক মুসলিম দেশ। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়,
“আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের কর্মকর্তাদের বারবার উস্কানিমূলক আচরণের তীব্র নিন্দা জানাচ্ছে সৌদি সরকার। এই ধরনের আচরণ এই অঞ্চলে সংঘাতকে আরও বাড়িয়ে তোলে।”
উল্লেখ্য, জর্ডানের ওয়াকফ ফাউন্ডেশন কয়েক দশক ধরে আল-আকসা প্রাঙ্গণ পরিচালনা করে আসছে। চুক্তি অনুযায়ী, ইহুদিরা সেখানে প্রবেশ করতে পারলেও সেখানে প্রার্থনা করা তাদের জন্য নিষিদ্ধ।
এদিকে, ইসরায়েলের এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পুরো মুসলিম বিশ্বে। বিশ্লেষকরা বলছেন, আল-আকসা মসজিদ ঘিরে এমন পদক্ষেপ মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়াতে পারে।
তথ্যসূত্র: রয়টার্স, টাইমস অব ইসরায়েল
বিজ্ঞাপন