সোমবার , ১১ আগস্ট, ২০২৫ | ২৬ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৮:৪১ ৩ আগস্ট ২০২৫
গাজায় মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে ইসরায়েলে কোনও সামরিক সরঞ্জাম রফতানির অনুমোদন দিচ্ছে না কানাডা—এমন সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছে দেশটির সরকার।
শনিবার (২ আগস্ট) এক বিবৃতিতে কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ বলেন, “গাজায় ব্যবহারের সম্ভাবনা আছে—এমন সামগ্রী রফতানির জন্য ২০২৪ সালের জানুয়ারি থেকে কোনও নতুন লাইসেন্স অনুমোদন করা হয়নি এবং সেই স্থগিতাদেশ এখনো বলবৎ রয়েছে।”
সম্প্রতি ২৯ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, কানাডা থেকে ইসরায়েলে এখনো অস্ত্র যাচ্ছে। এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “প্রতিবেদনটির বেশ কিছু তথ্য বিভ্রান্তিকর ও বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।”
তিনি ব্যাখ্যা করেন, “প্রতিবেদনে যেগুলোকে গুলি বলা হয়েছে, সেগুলো আসলে পেইন্টবল জাতীয়। তাছাড়া যেসব যন্ত্রপাতি ছিল, সেগুলোর কাজ মূলত আগ্নেয়াস্ত্রকে অকার্যকর করে তোলা।”
আনন্দ আরও বলেন, “লাইসেন্স স্থগিতের আগেও কোনো কানাডীয় প্রতিষ্ঠান ইসরায়েলে সরাসরি বা পরোক্ষভাবে মর্টার সরবরাহ করেনি।”
তিনি হুঁশিয়ার করে বলেন, “লাইসেন্স ছাড়া কেউ সামরিক পণ্য রফতানি করলে তার বিরুদ্ধে জরিমানা, মালামাল জব্দ ও ফৌজদারি মামলা করা হবে।”
শেষে তিনি দৃঢ়ভাবে বলেন, “আমরা কখনোই চাই না কানাডায় তৈরি অস্ত্র গাজা সংঘাতে ব্যবহৃত হোক।”
সূত্র: আনাদোলু এজেন্সি
বিজ্ঞাপন