বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত: পিউ রিসার্চ সেন্টারের চাঞ্চল্যকর প্রতিবেদন

বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত: পিউ রিসার্চ সেন্টারের চাঞ্চল্যকর প্রতিবেদন

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৩:২২ ১৩ জুলাই ২০২৫

আগামী ২৫ বছরের মধ্যে ভারত হয়ে উঠতে যাচ্ছে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার-এর এক সাম্প্রতিক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত মাত্র ১০ বছরে বিশ্বজুড়ে মুসলিম জনসংখ্যা বেড়েছে প্রায় ৩৪.৭ কোটি। তুলনামূলকভাবে এটি অন্য ধর্মাবলম্বীদের চেয়ে সর্বাধিক হারে বৃদ্ধি।

মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হারে শীর্ষে এশিয়া-প্যাসিফিক অঞ্চল
পিউ রিসার্চ-এর তথ্য অনুযায়ী, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেই মুসলিম জনসংখ্যা সবচেয়ে বেশি হারে বেড়েছে। ২০১০ সালে যেখানে মুসলিমরা বিশ্ব জনসংখ্যার ২৩.৯ শতাংশ ছিল, ২০২০ সালে তা বেড়ে দাঁড়ায় ২৫.৬ শতাংশে।

এই ধারা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে মুসলিম জনসংখ্যা পৌঁছাবে ২৮০ কোটিতে। ওই সময় ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে ভারত হবে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ।
ভারতে ধর্মভিত্তিক জনসংখ্যার পরিবর্তন
ভারতীয় জনসংখ্যার ধর্মভিত্তিক পরিবর্তনও প্রতিবেদনে গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে।

২০১০ সালে ভারতে হিন্দু জনসংখ্যা ছিল ৮০ শতাংশ, যা ২০২০ সালে কমে দাঁড়িয়েছে ৭৯ শতাংশে।

একই সময়ে মুসলিম জনসংখ্যা ১৪.৩ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১৫.২ শতাংশ।

অর্থাৎ ১০ বছরে ভারতের মুসলিম জনসংখ্যা বেড়েছে ৩.৫৬ কোটি।

এই বৃদ্ধির পেছনে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে প্রজনন হার। প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মান্তরিত হওয়ার হার তুলনামূলকভাবে কম হলেও মুসলিমদের মধ্যে জন্মহার তুলনামূলক বেশি।

বিশ্বজুড়ে অন্যান্য ধর্মের জনসংখ্যা চিত্র
প্রতিবেদন অনুযায়ী, অন্যান্য ধর্মাবলম্বীদের মধ্যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ও নাস্তিকদের জনসংখ্যার পরিবর্তন নিম্নরূপ:

খ্রিস্টান: ২০১০ সালে ২১৮ কোটি → ২০২০ সালে ২৩০ কোটি

শতাংশ হারে হ্রাস: ৩০.৬% → ২৮.৮%

হিন্দু: বিশ্বে মোট সংখ্যা ২০২০ সালে ১২০ কোটি (১৪.৯%)

১০ বছরে হিন্দু জনসংখ্যা বেড়েছে ১২%

বৌদ্ধ: জনসংখ্যা কমেছে উল্লেখযোগ্যভাবে

বিশেষত চীনে জন্মহার কমায় এ ধর্মের সম্প্রসারণ ব্যাহত

নাস্তিক: ১০ বছরে ২৭ কোটি বেড়ে বর্তমানে ১৯০ কোটি

মোট জনসংখ্যার ২৪.২ শতাংশ এখন ধর্মনিরপেক্ষ বা নাস্তিক

ভবিষ্যতের পূর্বাভাস
পিউ রিসার্চ সেন্টার বলছে, এই প্রবণতা চলতে থাকলে আগামী কয়েক দশকে বৈশ্বিক ধর্মভিত্তিক জনসংখ্যা চিত্রে বড় পরিবর্তন আসবে। ভারত যেভাবে মুসলিম জনসংখ্যায় দ্রুত এগোচ্ছে, তা সমাজ, রাজনীতি এবং অর্থনীতিতেও ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: Pew Research Center, Global Religious Demographics, 2020 Report

বিজ্ঞাপন