গণধোলাইয়ে পালালেন শুভেন্দু-ময়ূখ,মোদি বিরোধী স্লোগানে উত্তাল ভারত!

গণধোলাইয়ে পালালেন শুভেন্দু-ময়ূখ,মোদি বিরোধী স্লোগানে উত্তাল ভারত!

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ১০:২৩ ১৬ মে ২০২৫

ভারতে বর্তমানে রাজনৈতিক উত্তেজনা চরমে। 'মোদি হটাও, ভারত বাঁচাও' স্লোগানে উত্তাল রাজপথে এবার লক্ষ্যবস্তু হলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং রিপাবলিক বাংলার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। দেশের ভঙ্গুর অর্থনীতি, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্কের অবনতি এবং যুদ্ধাবস্থা তৈরির অভিযোগে সাধারণ জনগণ ক্ষুব্ধ হয়ে উঠেছে।

প্রথম সারির একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কাশ্মীর হামলার প্রেক্ষিতে মুসলমানদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া এবং বাংলাদেশবিরোধী অবস্থানের কারণে এই দুই ব্যক্তিকে পশ্চিমবঙ্গজুড়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্থানীয় সূত্রে জানা গেছে, জনরোষের মুখে তারা গণধোলাই খেয়ে গা-ঢাকা দিয়েছেন।

বিশেষত, বাংলাদেশের জনগণের কাছে ‘মলম বিক্রেতা’ নামে পরিচিত ময়ূখ রঞ্জন ঘোষকে কলকাতা ছাড়তে হয়েছে হিন্দু জনতার রোষানলে পড়ে। অভিযোগ উঠেছে, তিনি ও শুভেন্দু অধিকারী মিলেই ভারতজুড়ে হিন্দু-মুসলিম দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছিলেন। শুধু তাই নয়, বাংলাদেশি পণ্য নিষিদ্ধ করার প্রস্তাব এবং বাংলাদেশি রোগীদের পাকিস্তানে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়ে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের চরম ক্ষতির মুখে ফেলে দিয়েছেন শুভেন্দু।

এই অবস্থায়, কলকাতার ব্যবসায়ীরা একজোট হয়ে শুভেন্দুর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। একইসাথে, ময়ূখ রঞ্জনের 'প্রোপাগান্ডা সাংবাদিকতা' এবং বাংলাদেশবিরোধী বক্তব্যেরও কড়া প্রতিবাদ জানানো হয়েছে।

অনেকে বলছেন, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বাঁধানোর চেষ্টাও ছিল এই দুজনের কৌশলের অংশ, যা জনগণের ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে। তাই এবার তারা মুখোমুখি হয়েছেন জনতার প্রতিরোধের।

তবে সরকারিভাবে এখনো তাদের অবস্থান বা অবস্থা সম্পর্কে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন