মঙ্গলবার , ২৯ এপ্রিল, ২০২৫ | ১৬ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৫:১৯ ২৯ এপ্রিল ২০২৫
কানাডার সাধারণ নির্বাচনে জয় পেয়েছে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি। তবে ৩৪৩ আসনের হাউস অব কমন্সে তারা সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা, তা এখনও নিশ্চিত নয় বলে জানানো হয়েছে বিবিসির লাইভ প্রতিবেদনে।
কানাডার সরকারি সম্প্রচারমাধ্যম সিবিসি জানিয়েছে, প্রাথমিক ফলাফলে লিবারেল পার্টি ১৬৩টি আসনে জয়ী হয়েছে। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টি পেয়েছে ১৪৯টি আসন। এ ছাড়া ব্লক কুইবেকোইস ২৩টি, নিউ ডেমোক্র্যাট পার্টি ৭টি এবং গ্রিন পার্টি ১টি আসনে জয়লাভ করেছে।
সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের জন্য প্রয়োজন ১৭২টি আসনে জয়। ফলে লিবারেল পার্টি এখনও একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেনি। তবুও অনেকটাই নিশ্চিত হয়ে গেছে যে মার্ক কার্নিই প্রধানমন্ত্রীর দায়িত্বে বহাল থাকছেন।
এ নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই লিবারেল পার্টির অফিসে সমর্থকদের উচ্ছ্বাস লক্ষ করা গেছে। তবে তারা এখনো অধীর আগ্রহে অপেক্ষা করছেন সংখ্যাগরিষ্ঠতা অর্জনের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য। ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই মার্ক কার্নি সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি ও কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত করার হুমকির প্রেক্ষাপটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনী প্রচারে ট্রাম্পের এসব অবস্থানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন মার্ক কার্নি।
গত ২৪ এপ্রিল এক ভাষণে তিনি বলেন, “এটা কানাডা—এবং আমরাই ঠিক করবো কী ঘটবে এখানে।” তিনি ট্রাম্পের হুমকির বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং ভোট দিয়ে লিবারেলদের সমর্থনের আহ্বান জানান।
বিজ্ঞাপন