শনিবার , ২৬ এপ্রিল, ২০২৫ | ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ০৬:৫৪ ২৩ এপ্রিল ২০২৫
জন্মহার হ্রাস ও পারিবারিক মূল্যবোধ জোরদারে নতুন উদ্যোগ নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, জন্মহার বাড়াতে হোয়াইট হাউজ পরিকল্পনা করেছে সন্তান জন্ম ও বিয়ে করার ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদানের।
প্রতিবেদনে বলা হয়, মায়েদের বেশি সন্তান নিতে উৎসাহিত করতেই এসব পরিকল্পনা। এর মধ্যে রয়েছে সন্তান জন্ম দিলে নগদ অর্থ, বিবাহিতদের জন্য স্কলারশিপ, আর ছয় বা তার বেশি সন্তান জন্ম দেওয়া মায়েদের জন্য জাতীয় মেডেল প্রদান।
প্রস্তাবিত উদ্যোগগুলোঃ
বেবি বোনাস: নতুন প্রতিটি সন্তানের জন্য মাকে এককালীন ৫ হাজার ডলার অর্থ সহায়তা।
স্কলারশিপ সুবিধা: ফুলব্রাইট স্কলারশিপের ৩০ শতাংশ বরাদ্দ বিবাহিত ও বা-মায়েদের জন্য।
মাতৃত্বের জাতীয় মেডেল: ছয় বা তার বেশি সন্তানের মা হলে সম্মানসূচক জাতীয় স্বীকৃতি।
আইভিএফ ভর্তুকি: ইন ভিট্রো ফার্টিলাইজেশনের জন্য বাড়তি ভর্তুকি ও সুবিধা।
বিশেষজ্ঞরা বলছেন, যদি জন্মহার আরও কমে যায়, তাহলে আগামী দিনে কর্মক্ষম জনসংখ্যা হ্রাস পাবে এবং অর্থনীতি চাপে পড়বে। তাই এই ধরনের পদক্ষেপকে তারা সময়োচিত বলে মনে করছেন।
তথ্যসূত্র: নিউইয়র্ক টাইমস
বিজ্ঞাপন