সৌদি আরবে রমজানে মসজিদের ভেতরে লাইভ ভিডিও ও ছবি তোলা নিষিদ্ধ!

সৌদি আরবে রমজানে মসজিদের ভেতরে লাইভ ভিডিও ও ছবি তোলা নিষিদ্ধ!

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৪:৩০ ২৩ ফেব্রুয়ারী ২০২৫

পবিত্র রমজান মাস উপলক্ষে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয়। এ নির্দেশনায় রমজান মাসে মসজিদে নামাজের সময় এবং তারাবির নামাজ চলাকালে ইমাম ও মুসল্লিদের ভিডিও ধারণ এবং সরাসরি সম্প্রচার (লাইভ) নিষিদ্ধ করা হয়েছে।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো— ইবাদতের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা, মুসল্লিদের নিরাপত্তা রক্ষা এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা।

গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর ধর্মবিষয়ক প্রধান শেখ ড. আবদুর রহমান আল সুদাইস জানিয়েছেন, মুসল্লিদের সুবিধার্থে রমজান মাসে মসজিদের কার্যক্রম আরও আধুনিক ও ডিজিটালাইজড করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ধরনের নির্দেশনা মুসল্লিদের মনোযোগ বজায় রাখতে এবং পবিত্র ইবাদতের পরিবেশ অক্ষুণ্ণ রাখতে সাহায্য করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

 

বিজ্ঞাপন