হামাসের কাছে শিরি বিবাসের মরদেহ হস্তান্তর, যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা !

হামাসের কাছে শিরি বিবাসের মরদেহ হস্তান্তর, যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা !

ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৮:০৫ ২২ ফেব্রুয়ারী ২০২৫

অবশেষে নির্ধারিত সময়ের একদিন পর, ফিলিস্তিনি সশস্ত্রগোষ্ঠী হামাস শিরি বিবাস নামক এক ইসরায়েলি নারীর মৃতদেহ হস্তান্তর করেছে। গত বৃহস্পতিবার, হামাস যে চারটি মরদেহ দেয়, তার মধ্যে শিরির মৃতদেহ ছিল না। এ নিয়ে ইসরায়েল ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় এবং শিরির মরদেহ নিয়ে উত্তেজনায় যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার শঙ্কা সৃষ্টি হয়েছিল।

এই পরিস্থিতিতে, শুক্রবার রাতে রেড ক্রসের মাধ্যমে হামাস আরেকটি মরদেহ ইসরায়েলে পাঠিয়েছে। পরে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানা যায়, সেই মরদেহটি শিরি বিবাসের। ইসরায়েলি নারীর পরিবারও বিষয়টি নিশ্চিত করেছে।

হামাস জানায়, ইসরায়েলি বিমান হামলায় শিরি একাধিক জিম্মির সঙ্গে নিহত হন। তার মরদেহ অন্যদের সঙ্গে মিশে গিয়েছিল। মরদেহ হস্তান্তরের পর, হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম বলেন, “এটা একটি দুর্ভাগ্যজনক ভুল হতে পারে, বিশেষত যখন ইসরায়েলি বোমা হামলায় ইসরাইলি বন্দি ও ফিলিস্তিনিদের মরদেহ মিশে গিয়েছিল। হাজার হাজার মরদেহ এখনও মাটির নিচে চাপা পড়ে আছে।”

 

 

 

 

বিজ্ঞাপন