পেন্টাগন প্রধান হলেন পিট হেগসেথ, সিনেটে অনুমোদন!

পেন্টাগন প্রধান হলেন পিট হেগসেথ, সিনেটে অনুমোদন!

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি
অনলাইন ডেস্ক, মোরনিউজবিডি

প্রকাশিত: ০৮:২৩ ২৫ জানুয়ারী ২০২৫

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা সচিব পদে ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথকে নিয়োগের সিদ্ধান্ত নেন। এবার এই নিয়োগ চূড়ান্ত অনুমোদন পেলো মার্কিন সিনেট থেকে।

মার্কিন সিনেটে সমান ভোট (৫০-৫০) বিভাজনের পর, ভাইস প্রেসিডেন্টের ভোটে হেগসেথের নিয়োগ নিশ্চিত হয়। মার্কিন টেলিভিশন চ্যানেল সি-স্প্যান এই ঐতিহাসিক ভোটটি সরাসরি সম্প্রচার করে।

৪৪ বছর বয়সী পিট হেগসেথ পেন্টাগনে বড় ধরনের পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আর্মি ন্যাশনাল গার্ডের একজন বর্ষীয়ান মেজর ছিলেন এবং ইরাক, আফগানিস্তান ও গুয়ানতানামো বে কারাগারে দায়িত্ব পালন করেছেন।

ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বলেন, “হেগসেথ খুবই শক্তিশালী এবং ‘আমেরিকা প্রথম’ নীতিতে বিশ্বাসী। তার নেতৃত্বে মার্কিন সামরিক বাহিনী আরো দক্ষ ও শক্তিশালী হয়ে উঠবে। যুক্তরাষ্ট্র কখনোই পিছিয়ে থাকবে না।”

পিট হেগসেথ সামরিক বাহিনী থেকে ২০২১ সালে ইস্তফা দেন। তার ভাষ্যমতে, “সেনাবাহিনী আর আমাকে চাইতো না, আর আমিও তাদের চাইনি।” তিনি বেশ কয়েকটি বই লিখেছেন, যার মধ্যে তার জনপ্রিয় বই “দ্য ওয়ার অন ওয়ারিয়র্স”।

নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল মার্ক ক্যানসিয়ান বলেন, “এই নিয়োগ ছিল অনেকটা অপ্রত্যাশিত। হেগসেথের নতুন নেতৃত্ব পেন্টাগনে কতটা পরিবর্তন আনবে, সেটি দেখার বিষয়।”
 

বিজ্ঞাপন