বুধবার , ২২ জানুয়ারি, ২০২৫ | ৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি: সংগৃহীত
প্রকাশিত: ১২:২০ ২২ জানুয়ারী ২০২৫
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাশিয়া ও চীনের মধ্যকার সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার অঙ্গীকার করেছেন।
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরদিনই এ প্রতিশ্রুতি দেন দুই নেতা। রুশ বার্তা সংস্থা টিএএএস-এর এক প্রতিবেদনে জানানো হয়, পুতিন এবং শি ইউরেশিয়ান নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন।
পুতিন বলেছেন, “আমরা ইউরেশিয়ান অঞ্চল এবং বিশ্বের অবিভাজ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছি।” তিনি আরও জানান, রাশিয়া বর্তমানে চীনের প্রধান প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী।
এদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও ‘এক চীন নীতির’ প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পুতিন এবং শি জিনপিং তাদের সম্পর্ককে বন্ধুত্ব, পারস্পরিক আস্থা, এবং সমান সুযোগের ওপর ভিত্তি করে গড়ে তোলার কথা পুনরায় উল্লেখ করেন।
ক্রেমলিনের সহকারী মুখপাত্র ইউরি উশাকভ জানান, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শি জিনপিংয়ের ফোনালাপের বিষয়বস্তু রুশ প্রেসিডেন্টকে জানানো হয়েছে। এছাড়াও, ভিডিও কনফারেন্সে ইউক্রেন পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়েও আলোচনা করা হয়।
এই উদ্যোগ রাশিয়া এবং চীনের সম্পর্ককে আরও দৃঢ় করার প্রতিশ্রুতির একটি বড় উদাহরণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিজ্ঞাপন