বুধবার , ২২ জানুয়ারি, ২০২৫ | ৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
ছবি : সংগৃহীত
প্রকাশিত: ০৮:৩২ ২২ জানুয়ারী ২০২৫
গাজা, ফিলিস্তিন: দীর্ঘ ১৫ মাসের বেশি সময় পর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর গাজাবাসী তাদের হারানো স্বজনদের খুঁজতে ধ্বংসস্তূপে খুঁজে বেড়াচ্ছেন মরদেহ। রাফার ধ্বংসস্তূপে স্থানীয় স্বেচ্ছাসেবকরা মৃতদেহের খোঁজ করছেন, তবে সেগুলি কেবল কঙ্কাল ছাড়া কিছুই নেই।
আল জাজিরার প্রতিবেদনে জানা যায়, গাজায় ভয়াবহ ১৫ মাসের সংঘর্ষে ইসরায়েলি বাহিনী ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। যুদ্ধবিরতির শুরুতেই গাজায় ফিরে আসা অনেকেই তাদের হারানো আত্মীয়দের খুঁজতে পারছেন না, শুধু মৃতদেহের অবশেষই মিলছে। এক স্বেচ্ছাসেবী জানিয়েছেন, দুই দিনে তারা ১২০টি গলিত মৃতদেহ উদ্ধার করেছেন।
যদিও ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়েছে, কিন্তু ভারী যন্ত্রপাতির অভাবে এই কাজটি অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তবে জাতিসংঘ জানায়, গাজায় প্রায় ৯০০টি ট্রাক মানবিক সহায়তা নিয়ে প্রবেশ করেছে।
এদিকে, গাজায় যুদ্ধবিরতি চললেও অধিকৃত পশ্চিম তীরে হামলা তীব্র করেছে ইসরায়েলি সেনারা। মঙ্গলবার জেনিন শহরে অভিযান চালানো হয়, যাতে অন্তত ১০ জন নিহত এবং অনেকেই আহত হন।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গত বছর ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালালে ১,২০০ জনের বেশি নিহত হন। এ হামলার পর থেকে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে, যার ফলে এখন পর্যন্ত ৪৬,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, এবং আহত হয়েছেন ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ।
বিজ্ঞাপন